Ajker Patrika

এখনই বন্ধ হচ্ছে না নভোএয়ার, ফ্লাইট চালু ২১ মে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ মে ২০২৫, ১৫: ৫৪
ফাইল ছবি
ফাইল ছবি

২১ মে থেকে নভোএয়ার ফ্লাইট পরিচালনা আবার শুরু করবে। এ উপলক্ষে বিমান সংস্থাটি টিকিটের ভাড়ায় ১৫ শতাংশ ছাড় দিচ্ছে।

নভোএয়ার ২ মে থেকে সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা স্থগিত করেছিল। সে সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, দুই সপ্তাহের মধ্যে আবার ফ্লাইট পরিচালনা করবে জানিয়ে নভোএয়ার সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে। মূলত বিক্রয়প্রক্রিয়ার অংশ হিসেবে ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মোফিজুর রহমান বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমরা আগামী বুধবার থেকে ফ্লাইট পরিচালনা শুরু করছি। আমাদের ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত ছিল। এই বিরতির সময়ে আমাদের সম্মানিত যাত্রী ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে অভূতপূর্ব সমর্থন ও উৎসাহ পেয়েছি।’

মোফিজুর রহমান আরও বলেন, ‘আমরা সব সময় উচ্চমানের যাত্রীসেবা দেওয়ায় প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সবাইকে আবারও উষ্ণ অভ্যর্থনা জানাতে উদ্‌গ্রীব।’

যাত্রীরা নভোএয়ারের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করার সময় প্রোমো কোড VQWEBAPP ব্যবহার করে ১৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।

নভোএয়ারের টিকিট এখন ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, বিক্রয়কেন্দ্র ও ট্রাভেল এজেন্টদের মাধ্যমে পাওয়া যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত