Ajker Patrika

রিয়েল এস্টেট ব্যবসা শুরু করছে এমজেএল বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ২০: ০৮
রিয়েল এস্টেট ব্যবসা শুরু করছে এমজেএল বাংলাদেশ

জ্বালানি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এমজেএল বাংলাদেশ পিএলসি রিয়েল এস্টেট ব্যবসায় প্রবেশ করছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ইতিমধ্যে এ বিষয়ে অনুমোদন দিয়েছে।

আজ রোববার (৫ অক্টোবার) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানিটি।

তথ্য অনুযায়ী, এমজেএল বাংলাদেশ রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে একটি বাণিজ্যিক ভবন নির্মাণ প্রকল্পে ইস্ট কোস্ট হোল্ডিংস লিমিটেডের (ইসিএইচএল) সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করবে। প্রকল্পটির মোট বিনিয়োগের পরিমাণ ২১৪ কোটি ২০ লাখ টাকা, যা দুই পক্ষ সমানভাবে বহন করবে।

এমজেএল বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবেই তারা নতুন খাতে প্রবেশ করছে। যৌথ এ প্রকল্পে জমি সরবরাহ করবে ইস্ট কোস্ট হোল্ডিংস, আর ভবন নির্মাণে অর্থায়ন করবে এমজেএল বাংলাদেশ। ভবনটি নির্মাণ শেষে পৃথক ফ্লোর আকারে ভাড়া দেওয়া হবে।

এ বিষয়ে এমজেএল বাংলাদেশের কোম্পানি সচিব রকিবুল কবির বলেন, ‘আমরা ইসিএইচএলের সঙ্গে যৌথভাবে একটি বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা নিয়েছি। জমি তাদের আর বিনিয়োগ আমাদের। ভবনটি সম্পন্ন হলে ফ্লোরভিত্তিক ভাড়া থেকে উভয় পক্ষ আয় করবে।’

এর আগে গত মাসে এমজেএল বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেডের (যা টোটালগ্যাস বাংলাদেশ নামে ব্যবসা পরিচালনা করে) প্রায় সব শেয়ার কিনে নেয়। ৯৯ দশমিক ৯৯ শতাংশ মালিকানা অর্জনে প্রতিষ্ঠানটির ব্যয় হয়েছে ২২৭ কোটি টাকা।

উল্লেখ্য, এমজেএল বাংলাদেশ পিএলসি যমুনা অয়েল কোম্পানি ও ইসি সিকিউরিটিজ লিমিটেডের (ইসিএসএল) যৌথ উদ্যোগে গঠিত একটি প্রতিষ্ঠান। এটি দেশের অন্যতম শীর্ষ ডাউনস্ট্রিম পেট্রোলিয়াম কোম্পানি, যা তেল ও গ্যাসের পরিশোধন, বিতরণ, বিপণন ও খুচরা বিক্রয়ে নিয়োজিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৭৯৩ মণ্ডপে অসুরের মুখে দাড়ি, দায়ীদের শনাক্ত করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করল বিটকয়েন

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ৫০০ টাকা, প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক

ইউরোপের সুন্দর দেশ এস্তোনিয়ায় স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথে ছাত্রকে সহপাঠীদের পিটুনি, মধ্যরাতে উদ্ধার করল পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত