অনলাইন ডেস্ক
ট্যালি এমএসএমই সম্মাননা পেয়েছেন ২৫ উদ্যোক্তা। বাংলাদেশে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ (এমএসএমই) ইকোসিস্টেমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে।
সফটওয়্যার সরবরাহকারী ট্যালি সলিউশনের উদ্যোগে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ‘ট্যালি এমএসএমই সম্মাননা-২০২৪’ দেওয়া হয়েছে বলে গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো এই সম্মাননা দেওয়া হলো। সম্মাননাপ্রাপ্ত উদ্যোক্তাদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএবির সাবেক সভাপতি পারভীন মাহমুদ, এভিন্স গ্রুপের পরিচালক শাহ রায়েদ চৌধুরী, রানার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, গাজী ট্যাংকসের নির্বাহী পরিচালক আনন্দ চন্দ্র নাহা, বিওয়াইডির ডিজিএম ও হেড অব মার্কেটিং ইমতিয়াজ নওশের এবং রানার অটোমোবাইলসের সিএফও সানাত দত্ত।
অনুষ্ঠানে ট্যালি সলিউশনস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সালাহউদ্দিন সানজি বলেন, ‘এমএসএমই সম্মাননা তৃণমূল পর্যায়ে এমএসএমইর বৈচিত্র্য এবং ইতিবাচক প্রভাবকে তুলে ধরে। প্ল্যাটফর্মটি তাদের প্রতিশ্রুতি, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং শ্রেষ্ঠত্ব অর্জনের প্রচেষ্টাকে সম্মানিত করার একটি উদ্যোগ, যা সত্যিই উদীয়মান উদ্যোক্তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।’
এ বছর ওয়ান্ডার ওম্যান বিভাগে সম্মাননা পেয়েছেন আফরোজা সুলতানা, কানিজ ফাতেমা, সাবিনা ইয়েসমিন, আতিকা রহমান ও নাজনীন কামাল সুপ্তি। বিজনেস মায়েস্ত্রো বিভাগের বিজয়ীরা হলেন আবুল কালাম হাসান, ইব্রাহিম হোসেন, আবদুল খালেক, ওমর ফারুক ও মনজুর সাজ্জাদ।
টেক ট্রান্সফরমার্স বিভাগের বিজয়ীরা হলেন মো. আবদুল মান্নান, পরিতোষ কুমার মালো, বাবুল চন্দ্র বর্মন, প্ল্যানটেন অ্যাগ্রো লিমিটেড এবং ড. খালেদা আদিব। চ্যাম্পিয়ন অব কজ বিভাগের সম্মাননাপ্রাপ্তরা হলেন ওয়াহিদা খানম, ড. মো. শহিদুজ্জামান, ঝুমোনা মল্লিক, সমীরন দত্ত এবং তসলিমা ফেরদৌসী মিলি। নিউজেন আইকন বিভাগের বিজয়ীরা হলেন রেদোয়ান ফেরদৌস, মো. আবদুর রশিদ সোহাগ, ফারহান তানভির, নুরুল হাসান ও আফিফ জামান।
ট্যালি এমএসএমই সম্মাননা পেয়েছেন ২৫ উদ্যোক্তা। বাংলাদেশে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ (এমএসএমই) ইকোসিস্টেমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে।
সফটওয়্যার সরবরাহকারী ট্যালি সলিউশনের উদ্যোগে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ‘ট্যালি এমএসএমই সম্মাননা-২০২৪’ দেওয়া হয়েছে বলে গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো এই সম্মাননা দেওয়া হলো। সম্মাননাপ্রাপ্ত উদ্যোক্তাদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএবির সাবেক সভাপতি পারভীন মাহমুদ, এভিন্স গ্রুপের পরিচালক শাহ রায়েদ চৌধুরী, রানার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, গাজী ট্যাংকসের নির্বাহী পরিচালক আনন্দ চন্দ্র নাহা, বিওয়াইডির ডিজিএম ও হেড অব মার্কেটিং ইমতিয়াজ নওশের এবং রানার অটোমোবাইলসের সিএফও সানাত দত্ত।
অনুষ্ঠানে ট্যালি সলিউশনস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সালাহউদ্দিন সানজি বলেন, ‘এমএসএমই সম্মাননা তৃণমূল পর্যায়ে এমএসএমইর বৈচিত্র্য এবং ইতিবাচক প্রভাবকে তুলে ধরে। প্ল্যাটফর্মটি তাদের প্রতিশ্রুতি, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং শ্রেষ্ঠত্ব অর্জনের প্রচেষ্টাকে সম্মানিত করার একটি উদ্যোগ, যা সত্যিই উদীয়মান উদ্যোক্তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।’
এ বছর ওয়ান্ডার ওম্যান বিভাগে সম্মাননা পেয়েছেন আফরোজা সুলতানা, কানিজ ফাতেমা, সাবিনা ইয়েসমিন, আতিকা রহমান ও নাজনীন কামাল সুপ্তি। বিজনেস মায়েস্ত্রো বিভাগের বিজয়ীরা হলেন আবুল কালাম হাসান, ইব্রাহিম হোসেন, আবদুল খালেক, ওমর ফারুক ও মনজুর সাজ্জাদ।
টেক ট্রান্সফরমার্স বিভাগের বিজয়ীরা হলেন মো. আবদুল মান্নান, পরিতোষ কুমার মালো, বাবুল চন্দ্র বর্মন, প্ল্যানটেন অ্যাগ্রো লিমিটেড এবং ড. খালেদা আদিব। চ্যাম্পিয়ন অব কজ বিভাগের সম্মাননাপ্রাপ্তরা হলেন ওয়াহিদা খানম, ড. মো. শহিদুজ্জামান, ঝুমোনা মল্লিক, সমীরন দত্ত এবং তসলিমা ফেরদৌসী মিলি। নিউজেন আইকন বিভাগের বিজয়ীরা হলেন রেদোয়ান ফেরদৌস, মো. আবদুর রশিদ সোহাগ, ফারহান তানভির, নুরুল হাসান ও আফিফ জামান।
সরকার কর ও শুল্কছাড়ের মাধ্যমে বাজারে পণ্যের দাম কমানোর চেষ্টা করলেও তা কার্যত সাধারণ ভোক্তার দামের বোঝা কমাতে পারেনি। গত অর্থবছরে ভোজ্যতেল, মোবাইল ফোন, পোলট্রি, ফ্রিজ, এসি উৎপাদনের উপকরণসহ বিভিন্ন খাতে কোটি কোটি টাকা শুল্কছাড় দেওয়া হয়েছে। সরকারের যুক্তি ছিল, এতে ভোক্তারা কম দামে পণ্য পাবে।
৪৩ মিনিট আগেদেশের বিমা খাত ডিজিটালাইজেশনে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় পিছিয়ে রয়েছে। তবে গত বছর পিছিয়ে থাকা নেপাল এখন বাংলাদেশের সমপর্যায়ে পৌঁছেছে। গতকাল বুধবার ‘বিমা খাতের আধুনিকায়নে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য তুলে ধরেন চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও
১ ঘণ্টা আগেবাংলাদেশের তৈরি পোশাক খাতে পরিবেশবান্ধব সবুজ কারখানার সংখ্যা দ্রুত বাড়ছে। গত এক মাসে ১০টি কারখানা মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ (লিড) সনদ পেয়েছে। এর মধ্যে সর্বশেষ গতকাল বুধবার একসঙ্গে পাঁচটি কারখানা নতুন সনদ অর্জন করেছে।
১ ঘণ্টা আগেবাজারে আবারও হঠাৎ লাফিয়ে বেড়েছে পেঁয়াজের দাম। কোনো উৎসব বা উপলক্ষ না থাকা সত্ত্বেও এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ২৫-৩০ টাকা বেড়েছে। এতে সাধারণ ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে। তবে ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টিপাত ও মৌসুমের শেষ দিকে...
১ ঘণ্টা আগে