নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ে দেশের উত্তরাঞ্চলের তিস্তা নদীর দুপাড়ে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এখানে শিল্প কলকারখানা গড়ে তোলা হচ্ছে। উত্তরপূর্ব ভারত থেকে নদী পথে মালামাল আনা নেওয়ার জন্য বন্দর গড়ে তোলা হয়েছে এবং জলযান চলাচলের সুবিধার জন্য নদীর নব্যতা বাড়ানো হচ্ছে। তিনি বলেন, আমরা সৈয়দপুরকে আঞ্চলিক বিমান বন্দর হিসেবে গড়ে তুলতে কাজ করছি। ভূটান ও নেপাল এ বিমানবন্দর ব্যবহার করবে। বর্তমানে প্রতিদিন সৈয়দপুরে ১৫ থেকে ১৬টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। এটি প্রমাণ করে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে।
আজ রোববার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ঢাকায় কর্মরত রংপুর বিভাগীয় সাংবাদিক সমিতি (আরডিজেএ) আয়োজিত সংগঠনের প্রয়াত সদস্যদের সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, রংপুর অঞ্চল একসময় পিছিয়ে ছিল, এখন তা নেই। দেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে রংপুরও এগিয়ে যাচ্ছে, রংপুরের উন্নয়ন এখন দৃশ্যমান। রংপুরে পাইপে গ্যাস সররাহের কাজ দ্রুত এগিয়ে চলছে, অল্প সময়ের মধ্যে তা শেষ হবে। রংপুর অঞ্চলে বেশ কয়েকটি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজও চলছে।
এছাড়া কুড়িগ্রামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কাজ চলছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, সংসদে এ সংক্রান্ত বিল পাস হয়েছে। মঙ্গা কাটিয়ে দেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে রংপুরও এগিয়ে যাচ্ছে। এক সময় রংপুর অঞ্চল মঙ্গা কবলিত থাকলেও এখন সেখানে নানামুখী উন্নয়ন হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, প্রয়ত সাংবাদিকদের সন্তানদের জন্য বৃত্তি প্রদান করা একটি মহতি কাজ। চলমান প্রতিযোগিতার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা মানবিক দিক ভুলে যাই। আজ আপনাদের প্রায়ত সহকর্মী সাংবাদিকদের স্মরণ রেখেছেন, তাদের সন্তানদের নিয়ে চিন্তা করছেন এটা একটি বিশাল কাজ।
আরডিজেএর সভাপতি মোকছুদার রহমান মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি শফিকুল করিম সাবু, নজমূল হক সরকার, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম এর সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরডিজেএ’র সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ে দেশের উত্তরাঞ্চলের তিস্তা নদীর দুপাড়ে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এখানে শিল্প কলকারখানা গড়ে তোলা হচ্ছে। উত্তরপূর্ব ভারত থেকে নদী পথে মালামাল আনা নেওয়ার জন্য বন্দর গড়ে তোলা হয়েছে এবং জলযান চলাচলের সুবিধার জন্য নদীর নব্যতা বাড়ানো হচ্ছে। তিনি বলেন, আমরা সৈয়দপুরকে আঞ্চলিক বিমান বন্দর হিসেবে গড়ে তুলতে কাজ করছি। ভূটান ও নেপাল এ বিমানবন্দর ব্যবহার করবে। বর্তমানে প্রতিদিন সৈয়দপুরে ১৫ থেকে ১৬টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। এটি প্রমাণ করে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে।
আজ রোববার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ঢাকায় কর্মরত রংপুর বিভাগীয় সাংবাদিক সমিতি (আরডিজেএ) আয়োজিত সংগঠনের প্রয়াত সদস্যদের সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, রংপুর অঞ্চল একসময় পিছিয়ে ছিল, এখন তা নেই। দেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে রংপুরও এগিয়ে যাচ্ছে, রংপুরের উন্নয়ন এখন দৃশ্যমান। রংপুরে পাইপে গ্যাস সররাহের কাজ দ্রুত এগিয়ে চলছে, অল্প সময়ের মধ্যে তা শেষ হবে। রংপুর অঞ্চলে বেশ কয়েকটি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজও চলছে।
এছাড়া কুড়িগ্রামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কাজ চলছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, সংসদে এ সংক্রান্ত বিল পাস হয়েছে। মঙ্গা কাটিয়ে দেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে রংপুরও এগিয়ে যাচ্ছে। এক সময় রংপুর অঞ্চল মঙ্গা কবলিত থাকলেও এখন সেখানে নানামুখী উন্নয়ন হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, প্রয়ত সাংবাদিকদের সন্তানদের জন্য বৃত্তি প্রদান করা একটি মহতি কাজ। চলমান প্রতিযোগিতার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা মানবিক দিক ভুলে যাই। আজ আপনাদের প্রায়ত সহকর্মী সাংবাদিকদের স্মরণ রেখেছেন, তাদের সন্তানদের নিয়ে চিন্তা করছেন এটা একটি বিশাল কাজ।
আরডিজেএর সভাপতি মোকছুদার রহমান মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি শফিকুল করিম সাবু, নজমূল হক সরকার, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম এর সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরডিজেএ’র সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে বিক্রির ক্ষেত্রে ডলারের দাম কিছুটা বেড়েছে। পাশাপাশি ব্রিটিশ পাউন্ড স্টারলিং ও ইউরোর দামও বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের উচ্চ আমদানি শুল্ক থেকে রক্ষা পেতে ইন্দোনেশিয়ায় শিল্পপ্রতিষ্ঠান স্থাপন বা সম্প্রসারণে ঝুঁকছে চীনা কোম্পানিগুলো। এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি এবং বিশ্বের চতুর্থ জনবহুল দেশটিতে বিনিয়োগের নতুন ঢল নেমেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেকেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অমান্য করে নিয়মবহির্ভূতভাবে বাড়তি দামে ডলার বিক্রি করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। ডলার কারসাজির মাধ্যমে ব্যাংকটির ঢাকা প্রধান কার্যালয়, উত্তরাসহ কয়েকটি শাখায় গ্রাহকের কাছ থেকে প্রায় ৮৫ কোটি টাকা অতিরিক্ত আদায় করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
১০ ঘণ্টা আগেসরকার কর ও শুল্কছাড়ের মাধ্যমে বাজারে পণ্যের দাম কমানোর চেষ্টা করলেও তা কার্যত সাধারণ ভোক্তার দামের বোঝা কমাতে পারেনি। গত অর্থবছরে ভোজ্যতেল, মোবাইল ফোন, পোলট্রি, ফ্রিজ, এসি উৎপাদনের উপকরণসহ বিভিন্ন খাতে কোটি কোটি টাকা শুল্কছাড় দেওয়া হয়েছে। সরকারের যুক্তি ছিল, এতে ভোক্তারা কম দামে পণ্য পাবে।
১১ ঘণ্টা আগে