জয়নাল আবেদীন খান, ঢাকা
কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দরে খোলাবাজারে ডলার বিক্রি হয় কম। বৈধ দোকানে এসব ডলারের লেনদেন হয় আরও কম। এর পরিবর্তে এখন ডলার ব্যবসা চলছে এজেন্টনির্ভর ভাসমান প্রক্রিয়ায়। দেদার বেচাকেনা হচ্ছে বিভিন্ন অলিগলি কিংবা হোটেল-রেস্তোরাঁয়।
আর এসব স্পটে ডলার কেনা মানেই বাড়তি দরের গচ্চা। বিক্রিতেও গুনতে হয় কম দর। অন্যদিকে কেউ যদি কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দরে ডলার কিনতে চান, তাহলে বাড়তি প্রাপ্তি হিসেবে জোটে শুধুই ভোগান্তি। এ কারণে অনেকে ভোগান্তি এড়াতে বাধ্য হয়ে ভাসমান ডলার ব্যবসায়ীদের কাছ থেকে চাহিদামতো দরে ডলার কিনতে বাধ্য হচ্ছেন। মনিটরিং দুর্বলতার সুযোগ নিয়ে এভাবেই প্রকাশ্যে মাথাচাড়া দিয়ে উঠেছেন অবৈধ ডলার ব্যবসার এজেন্টরা। সরেজমিন এমন চিত্রই চোখে পড়েছে।
গতকাল রোববার রাজধানীর মতিঝিল, দিলকুশা, ফকিরাপুল, পল্টনের বিভিন্ন বৈধ মানি চেঞ্জার্সের আশপাশে অলিগলি এবং হোটেল-রেস্তোরাঁয় আসা-যাওয়ার পথে সাধারণ পথচারী যাঁকেই পাচ্ছেন, ক্রেতা বা বিক্রেতা ভেবে ডলারসহ বৈদেশিক মুদ্রা কেনাবেচার জন্য পথরোধ করতে দেখা গেছে। তাঁদের ভাই, দাদা, মামা, কাকা সম্বোধন করে ডলার, ইউরো, রিয়াল, দিনার, ইয়েন কেনাবেচার প্রস্তাব দিচ্ছেন। যাঁরা আগে থেকে এদের বিষয়ে জানেন না, তাঁদের অনেককে থমকে দাঁড়াতেও দেখা যায়। এরই মধ্যে কেউ কেউ আবার দরদাম জানারও চেষ্টা করছেন।
দিলকুশার ৬৪ নম্বর হোল্ডিংয়ে ফাস্ট মানি চেঞ্জার্সের পাশের গলিতে মিজানুর নামে এক ব্যক্তি মহিউদ্দিন নামের ক্রেতার কাছে ১২৫ টাকা দরে ২০০ ডলার বিক্রি করেন। পরে মহিউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ডলার বিক্রির কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া ১২১ টাকা দরে কোথাও ডলার বিক্রি হয় না। ওটা নামসর্বস্ব টানানো রেট। পাঁচটি মানি চেঞ্জিং পয়েন্ট ঘুরে সময় ও শ্রম দুটোই খুইয়েছি। খামোখা জুতোর তলা ক্ষয় হয়েছে। বাধ্য হয়ে ১২৫ টাকা দরে ডলার কেনা লাগল।’
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, গতকাল রেমিট্যান্স ও আন্তব্যাংক ডলারের রেট ছিল ১২০ টাকা। আর খোলাবাজারের সাঁটানো ক্রয় দর নির্ধারণ করা ছিল না। কিন্তু সর্বোচ্চ বিক্রয় দর ছিল ১২১ টাকা।
মতিঝিল পাইওনিয়ার এক্সচেঞ্জ হাউসে ডলারের দাম জানতে চাইলে দায়িত্বরত এক কর্মকর্তা জানান, কেনা রেট ১২০ টাকা এবং বেচা রেট ১২১ টাকা। তবে এই রেটে বেলা ৩টা পর্যন্ত কোনো ডলার কেনাবেচার রেকর্ড রাখা নেই তাঁর।
দেশে ২৩৫টি মানি চেঞ্জার্স কেন্দ্রীয় ব্যাংকের সনদ নিয়েছে। এর বাইরে অবৈধভাবে ব্যবসা করত আরও পাঁচ শতাধিক প্রতিষ্ঠান। গত দুই বছরে বিভিন্ন অভিযানে অনিয়মের অভিযোগে ৪২টি বৈধ প্রতিষ্ঠানের সনদ স্থগিত করা হয়। সটকে পড়েছিলেন ডলারের অবৈধ ব্যবসায়ীরা। তবে সম্প্রতি সরকারের পালাবদলের পর ফের রমরমা ব্যবসা করছে কিছু অবৈধ প্রতিষ্ঠান।
ফকিরাপুলে ডলার বিক্রির জন্য গিয়েছিলেন মনিরুল ইসলাম। তিনি কয়েকটি দোকান ঘুরে বাজার পরিস্থিতি বুঝে পরে তাঁর পূর্বপরিচিত একজনের কাছে একটি মোবাইল নম্বরে যোগাযোগ করে স্থানীয় প্রিন্স রেস্তোরাঁয় গিয়ে ১২২ টাকা ৫০ পয়সা দরে ৫০০ ডলার বিক্রি করেন।
গত ৮ মে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম ও ঋণের সুদের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনে। ওই দিন ডলারের দাম ১১০ টাকা থেকে ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা করে। পরে তা ১২০ টাকা করা হয়। যার উদ্দেশ্য ছিল ডলারের দর পর্যায়ক্রমে বাজারের ওপর ছেড়ে দিয়ে ডলার-সংকট দূর করা।
মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এস এম জামান বলেন, ‘ডলারের বাজার আগের চেয়ে কিছুটা কমেছে। তবে চাহিদামতো ডলার খোলাবাজারে পাওয়া যাচ্ছে না। সরকার বদলের পর বাজার মনিটরিং কিছুটা শিথিল হয়ে পড়েছে। এর সুযোগ নিচ্ছেন অবৈধ ডলার ব্যবসায়ীরা। তাঁদের ধরতে সব সহযোগিতা করতে আমরা প্রস্তুত।’
কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দরে খোলাবাজারে ডলার বিক্রি হয় কম। বৈধ দোকানে এসব ডলারের লেনদেন হয় আরও কম। এর পরিবর্তে এখন ডলার ব্যবসা চলছে এজেন্টনির্ভর ভাসমান প্রক্রিয়ায়। দেদার বেচাকেনা হচ্ছে বিভিন্ন অলিগলি কিংবা হোটেল-রেস্তোরাঁয়।
আর এসব স্পটে ডলার কেনা মানেই বাড়তি দরের গচ্চা। বিক্রিতেও গুনতে হয় কম দর। অন্যদিকে কেউ যদি কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দরে ডলার কিনতে চান, তাহলে বাড়তি প্রাপ্তি হিসেবে জোটে শুধুই ভোগান্তি। এ কারণে অনেকে ভোগান্তি এড়াতে বাধ্য হয়ে ভাসমান ডলার ব্যবসায়ীদের কাছ থেকে চাহিদামতো দরে ডলার কিনতে বাধ্য হচ্ছেন। মনিটরিং দুর্বলতার সুযোগ নিয়ে এভাবেই প্রকাশ্যে মাথাচাড়া দিয়ে উঠেছেন অবৈধ ডলার ব্যবসার এজেন্টরা। সরেজমিন এমন চিত্রই চোখে পড়েছে।
গতকাল রোববার রাজধানীর মতিঝিল, দিলকুশা, ফকিরাপুল, পল্টনের বিভিন্ন বৈধ মানি চেঞ্জার্সের আশপাশে অলিগলি এবং হোটেল-রেস্তোরাঁয় আসা-যাওয়ার পথে সাধারণ পথচারী যাঁকেই পাচ্ছেন, ক্রেতা বা বিক্রেতা ভেবে ডলারসহ বৈদেশিক মুদ্রা কেনাবেচার জন্য পথরোধ করতে দেখা গেছে। তাঁদের ভাই, দাদা, মামা, কাকা সম্বোধন করে ডলার, ইউরো, রিয়াল, দিনার, ইয়েন কেনাবেচার প্রস্তাব দিচ্ছেন। যাঁরা আগে থেকে এদের বিষয়ে জানেন না, তাঁদের অনেককে থমকে দাঁড়াতেও দেখা যায়। এরই মধ্যে কেউ কেউ আবার দরদাম জানারও চেষ্টা করছেন।
দিলকুশার ৬৪ নম্বর হোল্ডিংয়ে ফাস্ট মানি চেঞ্জার্সের পাশের গলিতে মিজানুর নামে এক ব্যক্তি মহিউদ্দিন নামের ক্রেতার কাছে ১২৫ টাকা দরে ২০০ ডলার বিক্রি করেন। পরে মহিউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ডলার বিক্রির কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া ১২১ টাকা দরে কোথাও ডলার বিক্রি হয় না। ওটা নামসর্বস্ব টানানো রেট। পাঁচটি মানি চেঞ্জিং পয়েন্ট ঘুরে সময় ও শ্রম দুটোই খুইয়েছি। খামোখা জুতোর তলা ক্ষয় হয়েছে। বাধ্য হয়ে ১২৫ টাকা দরে ডলার কেনা লাগল।’
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, গতকাল রেমিট্যান্স ও আন্তব্যাংক ডলারের রেট ছিল ১২০ টাকা। আর খোলাবাজারের সাঁটানো ক্রয় দর নির্ধারণ করা ছিল না। কিন্তু সর্বোচ্চ বিক্রয় দর ছিল ১২১ টাকা।
মতিঝিল পাইওনিয়ার এক্সচেঞ্জ হাউসে ডলারের দাম জানতে চাইলে দায়িত্বরত এক কর্মকর্তা জানান, কেনা রেট ১২০ টাকা এবং বেচা রেট ১২১ টাকা। তবে এই রেটে বেলা ৩টা পর্যন্ত কোনো ডলার কেনাবেচার রেকর্ড রাখা নেই তাঁর।
দেশে ২৩৫টি মানি চেঞ্জার্স কেন্দ্রীয় ব্যাংকের সনদ নিয়েছে। এর বাইরে অবৈধভাবে ব্যবসা করত আরও পাঁচ শতাধিক প্রতিষ্ঠান। গত দুই বছরে বিভিন্ন অভিযানে অনিয়মের অভিযোগে ৪২টি বৈধ প্রতিষ্ঠানের সনদ স্থগিত করা হয়। সটকে পড়েছিলেন ডলারের অবৈধ ব্যবসায়ীরা। তবে সম্প্রতি সরকারের পালাবদলের পর ফের রমরমা ব্যবসা করছে কিছু অবৈধ প্রতিষ্ঠান।
ফকিরাপুলে ডলার বিক্রির জন্য গিয়েছিলেন মনিরুল ইসলাম। তিনি কয়েকটি দোকান ঘুরে বাজার পরিস্থিতি বুঝে পরে তাঁর পূর্বপরিচিত একজনের কাছে একটি মোবাইল নম্বরে যোগাযোগ করে স্থানীয় প্রিন্স রেস্তোরাঁয় গিয়ে ১২২ টাকা ৫০ পয়সা দরে ৫০০ ডলার বিক্রি করেন।
গত ৮ মে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম ও ঋণের সুদের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনে। ওই দিন ডলারের দাম ১১০ টাকা থেকে ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা করে। পরে তা ১২০ টাকা করা হয়। যার উদ্দেশ্য ছিল ডলারের দর পর্যায়ক্রমে বাজারের ওপর ছেড়ে দিয়ে ডলার-সংকট দূর করা।
মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এস এম জামান বলেন, ‘ডলারের বাজার আগের চেয়ে কিছুটা কমেছে। তবে চাহিদামতো ডলার খোলাবাজারে পাওয়া যাচ্ছে না। সরকার বদলের পর বাজার মনিটরিং কিছুটা শিথিল হয়ে পড়েছে। এর সুযোগ নিচ্ছেন অবৈধ ডলার ব্যবসায়ীরা। তাঁদের ধরতে সব সহযোগিতা করতে আমরা প্রস্তুত।’
দীর্ঘ ১২ বছর পর দেশের নিট গার্মেন্টস মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ২০২৫–২৭ সালের কমিটি গঠন করতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
৫ ঘণ্টা আগেবৈশ্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলা বাণিজ্যযুদ্ধ বন্ধের একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ও চীনের উচ্চপদস্থ কর্মকর্তারা সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনা শুরু করেছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ও আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই খবর নিশ্চিত করেছেন।
৮ ঘণ্টা আগেভারতের আপত্তি সত্ত্বেও পাকিস্তানের জন্য ১ বিলিয়ন ডলার ঋণ ছাড় করেছে আইএমএফ এবং নতুন করে ১.৪ বিলিয়ন ডলারের জলবায়ু সহনশীলতা কর্মসূচিও অনুমোদন দিয়েছে। কাশ্মীরের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে উত্তেজনা বাড়লেও এই অর্থ ছাড় পাকিস্তান-ভারত সম্পর্ক ও আন্তর্জাতিক ঋণ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
৮ ঘণ্টা আগেভারতের তীব্র আপত্তি সত্ত্বেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পাকিস্তানকে চলমান এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটির (ইএফএফ) আওতায় এক বিলিয়ন ডলার তৎক্ষণাৎ বিতরণের অনুমোদন দিয়েছে। ভারতের অভিযোগ, এ অর্থ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সীমান্তে সন্ত্রাসবাদে ব্যবহৃত হতে পারে।
১৫ ঘণ্টা আগে