Ajker Patrika

দুই দিনেই হাতে পৌঁছাবে রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১১: ৫০
দুই দিনেই হাতে পৌঁছাবে রেমিট্যান্স

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অর্থ মাত্র দুই কার্যদিবসের মধ্যে প্রবাসীদের নির্ধারিত স্বজনদের কাছে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে দেশে রেমিট্যান্সের অর্থ নির্দিষ্ট ব্যক্তি বা সুবিধাভোগীর হিসাবে দুই দিনে জমা হবে। এত দিন প্রবাসীদের পাঠানো অর্থ সময়মতো সুবিধাভোগীদের কাছে কিছু ব্যাংক দিচ্ছিল না বলে বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনায় উঠে এসেছে। এ অবস্থায় রেমিট্যান্স পাঠানোর দুই দিনের মধ্যে প্রবাসীদের মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তান কিংবা নির্ধারিত ব্যক্তি বা সুবিধাভোগীর হিসাবে পাঠানোর নির্দেশনা অমান্য করলে শাস্তির কথা বলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এসংক্রান্ত নির্দেশনা দিয়ে বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংককে পাঠিয়েছে। 

নির্দেশনায় বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, প্রবাসী রেমিট্যান্সের অর্থ বেনিফিশিয়ারির কাছে বিতরণের নিয়ম সঠিকভাবে পরিপালন করা হচ্ছে না। তাই নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়সীমা দুই কার্যদিবসের মধ্যে রেমিট্যান্সের অর্থ বিতরণ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত