Ajker Patrika

ই-কমার্সের সমস্যা পর্যালোচনায় বসছেন ৪ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ই-কমার্সের সমস্যা পর্যালোচনায় বসছেন ৪ মন্ত্রী

ই-কমার্সভিত্তিক প্ল্যাটফর্ম নিয়ে জনসম্মুখে আসা সাম্প্রতিক সমস্যাসহ যাবতীয় বিষয় পর্যালোচনা করতে সভায় বসতে যাচ্ছেন সরকারের চারজন মন্ত্রী। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে আগামীকাল বুধবার বিকেল ৩টায় বাণিজ্য মন্ত্রণালয়ে এই সভা হবে। আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। 

বাকি তিন মন্ত্রী হলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। 

প্রসঙ্গত, গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে পণ্য সরবরাহ করছে না ইভ্যালিসহ বেশি কয়েকটি প্রতিষ্ঠান। এমন আরও কিছু প্রতিষ্ঠানের লোভনীয় অফারে গা ভাসিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। যেসব প্রতিষ্ঠান গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে গ্রাহকেরা কীভাবে তাঁদের টাকা ফিরে পাবেন সে বিষয়ে কোনো নির্দেশনা নেই। 

বিষয়:

ই-কমার্স
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত