চলতি সপ্তাহেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পরিশোধ করতে হবে আর্জেন্টিনাকে। তবে এই ঋণ পরিশোধ করতে গিয়ে রিজার্ভে থাকা এক ডলারও ব্যয় করবে না দেশটি। গত সোমবার দেশটির অর্থমন্ত্রী সার্জিও মাসা এ কথা জানিয়েছেন। একই সঙ্গে কীভাবে এই ঋণ পরিশোধ করা হবে, তা-ও জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার দেওয়া এক ভাষণে মাসা বলেছেন, চীনের সঙ্গে একটি বর্ধিত অদলবদল বা সোয়াপ চুক্তি (ইউয়ানের বিপরীতে ডলার কিনবে আর্জেন্টিনা) এবং লাতিন আমেরিকার ডেভেলপমেন্ট ব্যাংক (সিএএফ) থেকে নতুন পাওয়া ঋণের কারণে এটি সম্ভব হবে।
মাসা আগামী অক্টোবরে আর্জেন্টিনায় অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী। তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহে আইএমএফকে ২৭০ কোটি ডলার ঋণ পরিশোধ করতে হবে। মাসা আরও জানিয়েছেন, আর্জেন্টিনা চলতি সপ্তাহেই চীনের কাছ থেকে ১৭০ কোটি ডলার পাবেন এবং সিএএফ থেকে পাবেন ১০০ কোটি ডলার। এই মোট ২৭০ কোটি ডলার তিনি আইএমএফের ঋণ পরিশোধে ব্যবহার করবেন।
সম্প্রতি তীব্র অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। মূল্যস্ফীতি প্রসঙ্গে বলা যায় অনেকটাই আকাশছোঁয়া। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভও কমছে প্রতিনিয়ত, বাড়ছে দেউলিয়া হওয়ার ঝুঁকি। দেশটির দেউলিয়া হওয়া এড়ানোর জন্য আগামী সোমবার নাগাদ অন্তত ২৬০ কোটি ডলার প্রয়োজন। এর পরদিন, অর্থাৎ মঙ্গলবার প্রয়োজন আরও ৮০ কোটি ডলার।
সোমবার আর্জেন্টিনার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মাসা বলেন, ‘আমি আপনাদের আশার বাণী শোনাতে চাই যে ঋণ পরিশোধ করতে গিয়ে আর্জেন্টিনা রিজার্ভ থেকে এক ডলারও ব্যয় করবে না।’ তিনি বলেন, ‘আর্জেন্টিনার জন্য এখন চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক কার্যকলাপ বজায় রেখে বিদেশি মুদ্রা সংরক্ষণের প্রচেষ্টা চালিয়ে যাওয়া।’
চলতি সপ্তাহেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পরিশোধ করতে হবে আর্জেন্টিনাকে। তবে এই ঋণ পরিশোধ করতে গিয়ে রিজার্ভে থাকা এক ডলারও ব্যয় করবে না দেশটি। গত সোমবার দেশটির অর্থমন্ত্রী সার্জিও মাসা এ কথা জানিয়েছেন। একই সঙ্গে কীভাবে এই ঋণ পরিশোধ করা হবে, তা-ও জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার দেওয়া এক ভাষণে মাসা বলেছেন, চীনের সঙ্গে একটি বর্ধিত অদলবদল বা সোয়াপ চুক্তি (ইউয়ানের বিপরীতে ডলার কিনবে আর্জেন্টিনা) এবং লাতিন আমেরিকার ডেভেলপমেন্ট ব্যাংক (সিএএফ) থেকে নতুন পাওয়া ঋণের কারণে এটি সম্ভব হবে।
মাসা আগামী অক্টোবরে আর্জেন্টিনায় অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী। তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহে আইএমএফকে ২৭০ কোটি ডলার ঋণ পরিশোধ করতে হবে। মাসা আরও জানিয়েছেন, আর্জেন্টিনা চলতি সপ্তাহেই চীনের কাছ থেকে ১৭০ কোটি ডলার পাবেন এবং সিএএফ থেকে পাবেন ১০০ কোটি ডলার। এই মোট ২৭০ কোটি ডলার তিনি আইএমএফের ঋণ পরিশোধে ব্যবহার করবেন।
সম্প্রতি তীব্র অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। মূল্যস্ফীতি প্রসঙ্গে বলা যায় অনেকটাই আকাশছোঁয়া। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভও কমছে প্রতিনিয়ত, বাড়ছে দেউলিয়া হওয়ার ঝুঁকি। দেশটির দেউলিয়া হওয়া এড়ানোর জন্য আগামী সোমবার নাগাদ অন্তত ২৬০ কোটি ডলার প্রয়োজন। এর পরদিন, অর্থাৎ মঙ্গলবার প্রয়োজন আরও ৮০ কোটি ডলার।
সোমবার আর্জেন্টিনার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মাসা বলেন, ‘আমি আপনাদের আশার বাণী শোনাতে চাই যে ঋণ পরিশোধ করতে গিয়ে আর্জেন্টিনা রিজার্ভ থেকে এক ডলারও ব্যয় করবে না।’ তিনি বলেন, ‘আর্জেন্টিনার জন্য এখন চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক কার্যকলাপ বজায় রেখে বিদেশি মুদ্রা সংরক্ষণের প্রচেষ্টা চালিয়ে যাওয়া।’
দেশের ব্যাংক খাতের আলোচনায় বারবার ভেসে ওঠে অনিয়ম, দুর্নীতি ও খেলাপির চিত্র। এর খেসারত দিচ্ছে অর্থনীতি, ভুগছেন সাধারণ গ্রাহক। ঠিক এক বছর আগে দায়িত্ব নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর এসব সংস্কারে হাত দেন, যার ফলে বেরিয়ে আসে ভয়ংকর সব বাস্তবতা।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সয়াবিন রপ্তানির একটি বড় অংশ যায় চীনে। সম্প্রতি চীনকে সয়াবিন আমদানি চার গুণ বাড়াতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। রোববার স্থানীয় সময় রাতে নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘চীন সয়াবিনের ঘাটতি নিয়ে চিন্তিত। আমি আশা করি, চীন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা (চার গ
২ ঘণ্টা আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা কমেছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের দাম বেড়েছে। পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়।
৪ ঘণ্টা আগেবাণিজ্যিক বিমানের সাফল্য পরিমাপের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হচ্ছে এর উৎপাদন সংখ্যা। এই ক্ষেত্রে বোয়িং ৭৩৭ কিংবা এয়ারবাস এ৩২০-এর মতো প্রযুক্তিতে ঠাসা উড়োজাহাজের কথাই আগে মাথায় আসে। তবে আশ্চর্যের বিষয় হলো—এগুলোর কোনোটিই ইতিহাসের সবচেয়ে বেশি উৎপাদিত বাণিজ্যিক বিমান নয়।
৪ ঘণ্টা আগে