নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘মাত্র এক রাতের ব্যবধানে কী এমন ঘটল যে মাছ, মাংস, সবজি—সবকিছুর দাম এত বেড়ে যাবে? ঝড়-বৃষ্টি হলো, নাকি সরবরাহ কমে গেল?’ এনজিওকর্মী শামসুন্নাহারের এমন প্রশ্নই ছিল গতকাল শুক্রবার রামপুরা বাজারে দোকানিদের কাছে। শামসুন্নাহার আজকের পত্রিকাকে বলেন, পরিকল্পনা ছাড়াই বৃহস্পতিবার বিকেলে সহকর্মীর সঙ্গে বাজারে এসেছিলেন। হাতে পর্যাপ্ত টাকা না থাকায় তখন কেনাকাটা করেননি। সপ্তাহের সওদা কিনতে গতকাল সকালে একই বাজারে এসে দেখেন মাছ, মুরগি, সবজিসহ প্রতিটি পণ্যের দাম কেজিতে অনেকটা বেশি। শামসুন্নাহারের মতো যাঁরা নিয়মিত বাজারে যান, তাঁদের সবারই অভিযোগ, সপ্তাহান্তে কোনো কারণ ছাড়াই বাড়ানো হয় প্রায় প্রতিটি নিত্যপণ্যের দাম।
গতকাল রাজধানীর রামপুরা, মোহাম্মদপুর ও তালতলা বাজার ঘুরে দেখা যায়, আগের দিনের তুলনায় সবজি, মাছ, মুরগির দাম কেজিপ্রতি ৫ থেকে ৫০ টাকা পর্যন্ত বেশি৷ মোহাম্মদপুর বাজারের সবজিবিক্রেতা খলিল মিয়া বলেন, শুক্রবার ছুটিতে সবাই বাজারে আসে। কেনাবেচা বেশি হয়। তাই দামটা একটু বেশি থাকে।
বাজারে প্রতিকেজি আলু ৫৫-৬০ টাকা, বেগুন ৮০-১০০, পটোল ৫০-৬০, কাঁকরোল ৭০-৮০, টমেটো ৬০-৮০, কুমড়া ৪০-৫০, করলা ৬০-৮০, কাঁচা পেঁপে ৭০-৮০, ধুন্দল ৫০-৬০, চিচিঙ্গা ৫০-৬০, ঝিঙা ৭০-৮০, সজনে ১৬০-২০০ এবং কাঁচা আম ৬০-৮০ টাকায় বিক্রি হয়েছে। লাউ প্রতিটি ৫০-৮০ টাকা, লেবু হালিপ্রতি ২৫-৪০ টাকা, ধনেপাতা ২৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। আর কাঁচা মরিচের কেজি ২০০ টাকা ছাড়িয়েছে। বিভিন্ন বাজারে ১৮০-২৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। রামপুরা বাজারের সবজিবিক্রেতা বেল্লাল হোসেন বলেন, কাঁচা মরিচের দাম এই সময়ে একটু বেশিই থাকে।
বাজারে ডজনপ্রতি ফার্মের লাল ডিম ১৫০-১৫৫ টাকা, সাদা ডিম ১৪৫ টাকা, হাঁসের ডিম ২০০ টাকায় বিক্রি হচ্ছিল। প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হয় ২২০-২৩০ টাকায়। লেয়ার মুরগি ৩৭০-৪০০, সোনালিকা ৩৬০-৩৯০ আর দেশি মুরগি ৬০০-৭০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। আগের দিনের চেয়ে মুরগির দাম কেজিতে ১০-২০ টাকা বেশি বলে জানান ক্রেতা ও বিক্রেতারা। মোহাম্মদপুর বাজারে মুরগিবিক্রেতা আল আমিন বলেন, শুক্রবার একটু চাপ বেশি থাকে। তাই দাম বেশি পড়ে৷
একই অবস্থা মাছের বাজারেও। ছোট রুই মাছ কেজিপ্রতি ৩২০-৩৫০ টাকা, বড় রুই ৪০০-৭০০, পাঙাশ ২৩০-২৫০, চিংড়ি আকারভেদে ৬০০-১৭০০, তেলাপিয়া ২২০-২৫০, চাষের কই ২৮০-৩২০, শিং ৪০০-৬০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। চিংড়ির দাম বৃহস্পতিবারের তুলনায় ৫০-১০০ টাকা বেশি বলে জানান ক্রেতারা৷
মাছবিক্রেতা সাইদুর ইসলাম বলেন, ‘বন্ধের দিনে বিশেষ কইরে শুক্র-শনিবার দাম সামান্য বেশি থাকে।’
সপ্তাহান্তে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়াটা অন্যায্য এবং অগ্রহণযোগ্য বলে মনে করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন। তিনি বলেন, ‘সপ্তাহান্তে এবং ঈদে, রমজানে পণ্যের দাম বাড়িয়ে দেওয়াটা আমাদের দেশে ট্রাডিশনে পরিণত হয়েছে। সব জায়গায় বিক্রি বেশি হলে দাম কমে, অথচ আমাদের দেশে বিক্রি বাড়লে দামও বাড়ে। এটা অযৌক্তিক। এ জন্য বাজার তদারকি প্রয়োজন।’ তাঁর মতে, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে অভিযান পরিচালনা করে, শুক্রবার সেটা সেভাবে হয় না। তাদের জনবলও কম।
‘মাত্র এক রাতের ব্যবধানে কী এমন ঘটল যে মাছ, মাংস, সবজি—সবকিছুর দাম এত বেড়ে যাবে? ঝড়-বৃষ্টি হলো, নাকি সরবরাহ কমে গেল?’ এনজিওকর্মী শামসুন্নাহারের এমন প্রশ্নই ছিল গতকাল শুক্রবার রামপুরা বাজারে দোকানিদের কাছে। শামসুন্নাহার আজকের পত্রিকাকে বলেন, পরিকল্পনা ছাড়াই বৃহস্পতিবার বিকেলে সহকর্মীর সঙ্গে বাজারে এসেছিলেন। হাতে পর্যাপ্ত টাকা না থাকায় তখন কেনাকাটা করেননি। সপ্তাহের সওদা কিনতে গতকাল সকালে একই বাজারে এসে দেখেন মাছ, মুরগি, সবজিসহ প্রতিটি পণ্যের দাম কেজিতে অনেকটা বেশি। শামসুন্নাহারের মতো যাঁরা নিয়মিত বাজারে যান, তাঁদের সবারই অভিযোগ, সপ্তাহান্তে কোনো কারণ ছাড়াই বাড়ানো হয় প্রায় প্রতিটি নিত্যপণ্যের দাম।
গতকাল রাজধানীর রামপুরা, মোহাম্মদপুর ও তালতলা বাজার ঘুরে দেখা যায়, আগের দিনের তুলনায় সবজি, মাছ, মুরগির দাম কেজিপ্রতি ৫ থেকে ৫০ টাকা পর্যন্ত বেশি৷ মোহাম্মদপুর বাজারের সবজিবিক্রেতা খলিল মিয়া বলেন, শুক্রবার ছুটিতে সবাই বাজারে আসে। কেনাবেচা বেশি হয়। তাই দামটা একটু বেশি থাকে।
বাজারে প্রতিকেজি আলু ৫৫-৬০ টাকা, বেগুন ৮০-১০০, পটোল ৫০-৬০, কাঁকরোল ৭০-৮০, টমেটো ৬০-৮০, কুমড়া ৪০-৫০, করলা ৬০-৮০, কাঁচা পেঁপে ৭০-৮০, ধুন্দল ৫০-৬০, চিচিঙ্গা ৫০-৬০, ঝিঙা ৭০-৮০, সজনে ১৬০-২০০ এবং কাঁচা আম ৬০-৮০ টাকায় বিক্রি হয়েছে। লাউ প্রতিটি ৫০-৮০ টাকা, লেবু হালিপ্রতি ২৫-৪০ টাকা, ধনেপাতা ২৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। আর কাঁচা মরিচের কেজি ২০০ টাকা ছাড়িয়েছে। বিভিন্ন বাজারে ১৮০-২৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। রামপুরা বাজারের সবজিবিক্রেতা বেল্লাল হোসেন বলেন, কাঁচা মরিচের দাম এই সময়ে একটু বেশিই থাকে।
বাজারে ডজনপ্রতি ফার্মের লাল ডিম ১৫০-১৫৫ টাকা, সাদা ডিম ১৪৫ টাকা, হাঁসের ডিম ২০০ টাকায় বিক্রি হচ্ছিল। প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হয় ২২০-২৩০ টাকায়। লেয়ার মুরগি ৩৭০-৪০০, সোনালিকা ৩৬০-৩৯০ আর দেশি মুরগি ৬০০-৭০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। আগের দিনের চেয়ে মুরগির দাম কেজিতে ১০-২০ টাকা বেশি বলে জানান ক্রেতা ও বিক্রেতারা। মোহাম্মদপুর বাজারে মুরগিবিক্রেতা আল আমিন বলেন, শুক্রবার একটু চাপ বেশি থাকে। তাই দাম বেশি পড়ে৷
একই অবস্থা মাছের বাজারেও। ছোট রুই মাছ কেজিপ্রতি ৩২০-৩৫০ টাকা, বড় রুই ৪০০-৭০০, পাঙাশ ২৩০-২৫০, চিংড়ি আকারভেদে ৬০০-১৭০০, তেলাপিয়া ২২০-২৫০, চাষের কই ২৮০-৩২০, শিং ৪০০-৬০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। চিংড়ির দাম বৃহস্পতিবারের তুলনায় ৫০-১০০ টাকা বেশি বলে জানান ক্রেতারা৷
মাছবিক্রেতা সাইদুর ইসলাম বলেন, ‘বন্ধের দিনে বিশেষ কইরে শুক্র-শনিবার দাম সামান্য বেশি থাকে।’
সপ্তাহান্তে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়াটা অন্যায্য এবং অগ্রহণযোগ্য বলে মনে করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন। তিনি বলেন, ‘সপ্তাহান্তে এবং ঈদে, রমজানে পণ্যের দাম বাড়িয়ে দেওয়াটা আমাদের দেশে ট্রাডিশনে পরিণত হয়েছে। সব জায়গায় বিক্রি বেশি হলে দাম কমে, অথচ আমাদের দেশে বিক্রি বাড়লে দামও বাড়ে। এটা অযৌক্তিক। এ জন্য বাজার তদারকি প্রয়োজন।’ তাঁর মতে, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে অভিযান পরিচালনা করে, শুক্রবার সেটা সেভাবে হয় না। তাদের জনবলও কম।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি গ্রহণের জন্য অপেক্ষা না করে নিজেদের মতো বাজেট তৈরি করার প্রস্তুতি নিচ্ছে সরকার। এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক...
৬ ঘণ্টা আগেদেশের ভোজ্যতেলের বাজারে এখনো মানের ঘাটতি রয়েছে। ভিটামিন ‘এ’ ও ‘ডি’ সমৃদ্ধ তেল সরবরাহ বাধ্যতামূলক হলেও বাস্তবে তা অনেকটা উপেক্ষিত। সরকারি আইন অনুযায়ী তেলে ভিটামিন এ মেশানো আবশ্যক হলেও বাজারের বিশাল একটি অংশে তা অনুপস্থিত কিংবা থাকলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
৬ ঘণ্টা আগেঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত অংশীদার চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদলের সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে কমিশন সভাকক্ষে এই বৈঠক...
৬ ঘণ্টা আগেজনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
১৪ ঘণ্টা আগে