ফেসবুক বিজনেসের খুঁটিনাটি নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা আয়োজন করে ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ই-ক্যাব) জনপ্রিয় ফোরাম এফ-কমার্স অ্যালায়েন্স। যা আজ মঙ্গলবার গুলশান এইচটিটিপুলের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আয়োজনের সার্বিক সহযোগিতা করে বাংলাদেশে ফেসবুকের অথরাইজড পার্টনার এজেন্সি এইচটিটিপুল।
কর্মশালার শিরোনাম ছিল ‘ফেসবুক-ক্রিয়েটিভ ফরম্যাট অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস’। ৩০ জনের বেশি ই-ক্যাব মেম্বার ও ফেসবুক উদ্যোক্তা এতে অংশগ্রহণ করেন। কর্মশালা পরিচালনা করেন শাদমান সাকিব; সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার এইচটিটিপুল এবং মাহফুজ আহমেদ; অ্যাকাউন্ট ম্যানেজার এইচটিটিপুল। ফেসবুকে বিজ্ঞাপন পরিচালনা করার বিভিন্ন খুঁটিনাটি বিষয়, সঠিকভাবে বিজ্ঞাপন পরিচালনার বিভিন্ন নিয়ম ও কৌশল, কম খরচে বেশি রিচ ও সেল আনার কৌশল এবং অন্যান্য টেকনিক্যাল বিষয়ে দিকনির্দেশনা দেন তাঁরা।
স্বাগত বক্তব্য রাখেন এফ-কমার্স অ্যালায়েন্সের কো-চেয়ারম্যান সৈয়দ উসওয়াত ইমাম এবং সমাপনী বক্তব্য রাখেন ই-ক্যাব পরিচালক সাইদুর রহমান। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
কর্মশালায় ই-ক্যাবের পরিচালক সাইদুর রহমান, এফ-কমার্স অ্যালায়েন্সের কো-চেয়ারম্যান সৈয়দ উসওয়াত ইমাম, কো-চেয়ারম্যান খালিদ সাইফুল্লাহ্, মেম্বার সেক্রেটারি সৈয়দা ফাতিমা মম, অর্গানাইজিং সেক্রেটারি মুসলিম উদ্দিন, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি হাসান জামান, এইচটিটিপুলের পার্টনার ডিরেক্টর মুনাফ মজিব চৌধুরী এবং এইচটিটিপুলের এসএমবি সেলস ডিরেক্টর নিশান্ত কাক্কামনি উপস্থিত ছিলেন।
এইচটিটিপুলের এসএমবি সেলস ডিরেক্টর নিশান্ত কাক্কামনি বলেন, ‘আমরা চাই বাংলাদেশের যেসব বিজনেস অফলাইনে আছে তাঁদের অনলাইন নিয়ে আসতে। অনলাইন বিজনেসের জন্য যেসব সাপোর্ট দেওয়া প্রয়োজন—কীভাবে ফেসবুক পেজ সেট-আপ করতে হয়, কীভাবে অ্যাড দিতে হয়, ওই অ্যাড দেওয়ার সময় কী কী গাইডলাইন ও পলিসি ফলো করতে হয় এবং কীভাবে বেশি সেল আনতে হয় সেগুলো নিয়ে প্রশিক্ষণ দিতে চাই। আমরা চাই ছোট ছোট এসএমই উদ্যোক্তা আমাদের সাপোর্ট নিয়ে তাঁদের ব্যবসার উন্নতি করুক। এখন ই-ক্যাব খুবই গুরুত্বপূর্ণ অংশ ই-কমার্স সেক্টরের। আমরা চাইছি ই-ক্যাবের মাধ্যমে ঢাকা ও সারা দেশের উদ্যোক্তাদের ট্রেনিং দিতে।’
ই-ক্যাবের ডিরেক্টর সাইদুর রহমান বলেন, ‘আমরা ই-ক্যাব মেম্বারদের জন্য অনেক ওয়ার্কশপ করেছি। আমাদের মেম্বারদের মধ্যে দেখেছি ওয়ার্কশপ করার পর তাঁরা ফেসবুক মার্কেটিং নিয়ে ভালো কাজ করেন, কিন্তু ফেসবুকের প্রতিনিয়ত আপডেটের ফলে তাঁদের কাজ করতে বিভিন্ন সমস্যা হচ্ছে। কারণ তাঁরা বুঝতে পারছেন না কখন কোন আপডেট আসছে। তাঁরা যাতে সঠিকভাবে ফেসবুকের গাইডলাইন পলিসি ফলো করে, সেই জন্য ফেসবুকের অথরাইজড মার্কেটিং পার্টনার এইচটিটিপুলের টেকনিক্যাল টিমকে সঙ্গে নিয়ে ই-ক্যাব মেম্বারদের জন্য ই-ক্যাব এফ-কমার্স অ্যালায়েন্স আয়োজন করেছে এই ওয়ার্কশপ। ভবিষ্যতে আমরা এই ওয়ার্কশপগুলো বিভিন্ন ক্যাটাগরির মেম্বারদের জন্য আলাদাভাবে আয়োজন করব, যেন সকল ই-ক্যাব মেম্বাররা উপকৃত হয়।’
ফেসবুক বিজনেসের খুঁটিনাটি নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা আয়োজন করে ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ই-ক্যাব) জনপ্রিয় ফোরাম এফ-কমার্স অ্যালায়েন্স। যা আজ মঙ্গলবার গুলশান এইচটিটিপুলের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আয়োজনের সার্বিক সহযোগিতা করে বাংলাদেশে ফেসবুকের অথরাইজড পার্টনার এজেন্সি এইচটিটিপুল।
কর্মশালার শিরোনাম ছিল ‘ফেসবুক-ক্রিয়েটিভ ফরম্যাট অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস’। ৩০ জনের বেশি ই-ক্যাব মেম্বার ও ফেসবুক উদ্যোক্তা এতে অংশগ্রহণ করেন। কর্মশালা পরিচালনা করেন শাদমান সাকিব; সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার এইচটিটিপুল এবং মাহফুজ আহমেদ; অ্যাকাউন্ট ম্যানেজার এইচটিটিপুল। ফেসবুকে বিজ্ঞাপন পরিচালনা করার বিভিন্ন খুঁটিনাটি বিষয়, সঠিকভাবে বিজ্ঞাপন পরিচালনার বিভিন্ন নিয়ম ও কৌশল, কম খরচে বেশি রিচ ও সেল আনার কৌশল এবং অন্যান্য টেকনিক্যাল বিষয়ে দিকনির্দেশনা দেন তাঁরা।
স্বাগত বক্তব্য রাখেন এফ-কমার্স অ্যালায়েন্সের কো-চেয়ারম্যান সৈয়দ উসওয়াত ইমাম এবং সমাপনী বক্তব্য রাখেন ই-ক্যাব পরিচালক সাইদুর রহমান। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
কর্মশালায় ই-ক্যাবের পরিচালক সাইদুর রহমান, এফ-কমার্স অ্যালায়েন্সের কো-চেয়ারম্যান সৈয়দ উসওয়াত ইমাম, কো-চেয়ারম্যান খালিদ সাইফুল্লাহ্, মেম্বার সেক্রেটারি সৈয়দা ফাতিমা মম, অর্গানাইজিং সেক্রেটারি মুসলিম উদ্দিন, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি হাসান জামান, এইচটিটিপুলের পার্টনার ডিরেক্টর মুনাফ মজিব চৌধুরী এবং এইচটিটিপুলের এসএমবি সেলস ডিরেক্টর নিশান্ত কাক্কামনি উপস্থিত ছিলেন।
এইচটিটিপুলের এসএমবি সেলস ডিরেক্টর নিশান্ত কাক্কামনি বলেন, ‘আমরা চাই বাংলাদেশের যেসব বিজনেস অফলাইনে আছে তাঁদের অনলাইন নিয়ে আসতে। অনলাইন বিজনেসের জন্য যেসব সাপোর্ট দেওয়া প্রয়োজন—কীভাবে ফেসবুক পেজ সেট-আপ করতে হয়, কীভাবে অ্যাড দিতে হয়, ওই অ্যাড দেওয়ার সময় কী কী গাইডলাইন ও পলিসি ফলো করতে হয় এবং কীভাবে বেশি সেল আনতে হয় সেগুলো নিয়ে প্রশিক্ষণ দিতে চাই। আমরা চাই ছোট ছোট এসএমই উদ্যোক্তা আমাদের সাপোর্ট নিয়ে তাঁদের ব্যবসার উন্নতি করুক। এখন ই-ক্যাব খুবই গুরুত্বপূর্ণ অংশ ই-কমার্স সেক্টরের। আমরা চাইছি ই-ক্যাবের মাধ্যমে ঢাকা ও সারা দেশের উদ্যোক্তাদের ট্রেনিং দিতে।’
ই-ক্যাবের ডিরেক্টর সাইদুর রহমান বলেন, ‘আমরা ই-ক্যাব মেম্বারদের জন্য অনেক ওয়ার্কশপ করেছি। আমাদের মেম্বারদের মধ্যে দেখেছি ওয়ার্কশপ করার পর তাঁরা ফেসবুক মার্কেটিং নিয়ে ভালো কাজ করেন, কিন্তু ফেসবুকের প্রতিনিয়ত আপডেটের ফলে তাঁদের কাজ করতে বিভিন্ন সমস্যা হচ্ছে। কারণ তাঁরা বুঝতে পারছেন না কখন কোন আপডেট আসছে। তাঁরা যাতে সঠিকভাবে ফেসবুকের গাইডলাইন পলিসি ফলো করে, সেই জন্য ফেসবুকের অথরাইজড মার্কেটিং পার্টনার এইচটিটিপুলের টেকনিক্যাল টিমকে সঙ্গে নিয়ে ই-ক্যাব মেম্বারদের জন্য ই-ক্যাব এফ-কমার্স অ্যালায়েন্স আয়োজন করেছে এই ওয়ার্কশপ। ভবিষ্যতে আমরা এই ওয়ার্কশপগুলো বিভিন্ন ক্যাটাগরির মেম্বারদের জন্য আলাদাভাবে আয়োজন করব, যেন সকল ই-ক্যাব মেম্বাররা উপকৃত হয়।’
মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান সম্মানজনক হলেও রপ্তানি সেভাবে নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, ‘বিশ্বে মাছ উৎপাদনে আমাদের অবস্থান সম্মানজনক হলেও রপ্তানি সেভাবে নেই। মৎস্য রপ্তানি বাড়াতে সরকারের আলাদা ইকোনমিক জোন করা প্রয়োজন; যেখানে উন্নত প্রযুক্তির সহায়তা
১ ঘণ্টা আগেসব প্রকার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি এক টাকা কমিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মে মাসের ১ তারিখ থেকে এই নতুন দাম কার্যকর হবে। আজ বুধবার সন্ধ্যায় মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
২ ঘণ্টা আগেবাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটনের তৈরি ইউরোপের ঐতিহ্যবাহী এসিসি ব্র্যান্ডের এসি কিনে এবার মিলিয়নিয়ার হয়েছেন খুলনার খালিশপুরের জুয়েলারি ব্যবসায়ী মিঠুন দত্ত। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২–এর আওতায় কিস্তিতে এসি কিনে তিনি পেয়েছেন ১০ লাখ টাকা। এই বিশাল অঙ্কের টাকা পাওয়ায় মিঠুন দত্তের পর
২ ঘণ্টা আগেদেশের শীর্ষস্থানীয় নিত্য-ব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ চট্টগ্রামের ব্যবস্থাপনার বাইরে থাকা (অব্যবস্থাপিত) ১০ শতাংশ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ২০২৩ এবং ২০২৪ সালে এই লক্ষ্যমাত্রা পূরণের পর ২০২৫
৩ ঘণ্টা আগে