Ajker Patrika

চীন থেকে ৯ কোটি সিরিঞ্জ কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৯: ৫৭
চীন থেকে ৯ কোটি সিরিঞ্জ কিনবে সরকার

কোভিড টিকাদান কর্মসূচির জন্য জরুরি ভিত্তিতে ৯ কোটি ডিসপোজেবল সিরিঞ্জ কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। আজ রোববার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে চীন থেকে এসব সিরিঞ্জ কেনা হবে।  বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন বলেন, চীন ছাড়া এখন এ মুহূর্তে এই বিপুলসংখ্যক সিরিঞ্জ সরবরাহ করার মতো কারও সক্ষমতা নেই। সরাসরি ক্রয় পদ্ধতিতে যাওয়ার কারণ হচ্ছে, সময়কে যতটা সংক্ষিপ্ত করা যায়। কারণ একদিকে কোভিড নিয়ন্ত্রণ করতে হচ্ছে, অন্যদিকে টিকা চলে আসবে। কিন্তু সিরিঞ্জ না থাকলে টিকা দেওয়া যাবে না।

এ সংক্রান্ত প্রস্তাবে বলা হয়েছে, করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ১৩ কোটি ৮২ লাখ মানুষকে দুই ডোজ করে টিকা দিতে ২৭ কোটি ৬৪ লাখ সিরিঞ্জ লাগবে। প্রতি মাসে ২ কোটি মানুষকে টিকা দিতে জরুরি ভিত্তিতে ৯ কোটি ডিসপোজেবল সিরিঞ্জ কিনতে হবে।

অতিরিক্ত সচিব সামসুল আরেফিন আরও জানান, সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোকে (সিএমএসডি) তিনটি লটে ১১৭ কোটি ৪১ লাখ টাকায় ২০ লাখ করোনাভাইরাস শনাক্তকরণ কিট কেনার অনুমোদন দিয়েছেন ক্রয় কমিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত