জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশবিরোধী লুট চক্রের ঐক্য হয়েছে নির্বাচন বানচাল করতে। তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রা রুখে দিতে লিপ্ত হয়ে পড়েছে।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, দেশের জনগণ ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে সব ষড়যন্ত্রের জবাব দেবেন। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাধ্যমে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করে রাষ্ট্রক্ষমতায় বসাবেন।
আজ মঙ্গলবার দুপুরে নিজের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘বদলে যাওয়া জগন্নাথপুর’ প্রামাণ্য চিত্রের প্রদর্শনী ও ‘উন্নয়ন অভিযাত্রা’ সংকলনের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
এম এ মান্নান বলেন, বিএনপি-জামায়াতসহ তাদের দোসররা দেশজুড়ে নাশকতা সৃষ্টি করছে। গণবিরোধী ধ্বংসাত্মক অবরোধ, হরতাল কর্মসূচি দিয়ে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারছে। মানুষ যখন নির্বাচনী উৎসবে ভাসছে, তখন সব লুটেরা ঐক্য হয়ে জানমালের ক্ষতিসাধনের চেষ্টা করছে।
নির্বাচনে পরাজয়ের ভয়ে বিএনপি ও এর দোসররা রাজনৈতিক কর্মসূচির নামে মানুষ হত্যায় মেতে উঠেছে বলে দাবি করেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, বিশৃঙ্খলা করে নির্বাচন বানচাল করতে চায় তারা। তাদের এসব অপকর্ম জনগণ ভোটের মাধ্যমে কঠোর জবাব দেবেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে দেশে এক বৈপ্লবিক উন্নয়নকাজ করেছে। সরকারের এই উন্নয়নযজ্ঞ দেখে বিএনপি নির্বাচনে পরাজয় বুঝতে পেরে নির্বাচন থেকে সরে গিয়ে দেশ ও জাতির ক্ষতিসাধনের চেষ্টা চালাচ্ছে। সংবিধানিক বিধি অনুয়ায়ী নির্বাচন কমিশন নির্বাচনের সব প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনে উৎসব চলছে দেশে।
উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে ‘ক্যাম্পেইন ফর এম এ মান্নান’-এর সমন্বয়ক আওয়ামী লীগ নেতা আকমল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী জগন্নাথপুরের ইমাম সমিতি ও উপজেলা দলিল লেখক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
সুনামগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশবিরোধী লুট চক্রের ঐক্য হয়েছে নির্বাচন বানচাল করতে। তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রা রুখে দিতে লিপ্ত হয়ে পড়েছে।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, দেশের জনগণ ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে সব ষড়যন্ত্রের জবাব দেবেন। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাধ্যমে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করে রাষ্ট্রক্ষমতায় বসাবেন।
আজ মঙ্গলবার দুপুরে নিজের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘বদলে যাওয়া জগন্নাথপুর’ প্রামাণ্য চিত্রের প্রদর্শনী ও ‘উন্নয়ন অভিযাত্রা’ সংকলনের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
এম এ মান্নান বলেন, বিএনপি-জামায়াতসহ তাদের দোসররা দেশজুড়ে নাশকতা সৃষ্টি করছে। গণবিরোধী ধ্বংসাত্মক অবরোধ, হরতাল কর্মসূচি দিয়ে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারছে। মানুষ যখন নির্বাচনী উৎসবে ভাসছে, তখন সব লুটেরা ঐক্য হয়ে জানমালের ক্ষতিসাধনের চেষ্টা করছে।
নির্বাচনে পরাজয়ের ভয়ে বিএনপি ও এর দোসররা রাজনৈতিক কর্মসূচির নামে মানুষ হত্যায় মেতে উঠেছে বলে দাবি করেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, বিশৃঙ্খলা করে নির্বাচন বানচাল করতে চায় তারা। তাদের এসব অপকর্ম জনগণ ভোটের মাধ্যমে কঠোর জবাব দেবেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে দেশে এক বৈপ্লবিক উন্নয়নকাজ করেছে। সরকারের এই উন্নয়নযজ্ঞ দেখে বিএনপি নির্বাচনে পরাজয় বুঝতে পেরে নির্বাচন থেকে সরে গিয়ে দেশ ও জাতির ক্ষতিসাধনের চেষ্টা চালাচ্ছে। সংবিধানিক বিধি অনুয়ায়ী নির্বাচন কমিশন নির্বাচনের সব প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনে উৎসব চলছে দেশে।
উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে ‘ক্যাম্পেইন ফর এম এ মান্নান’-এর সমন্বয়ক আওয়ামী লীগ নেতা আকমল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী জগন্নাথপুরের ইমাম সমিতি ও উপজেলা দলিল লেখক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৪ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে