Ajker Patrika

নৌকা না পেলেও নির্বাচনে লড়তে কুলাউড়া উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন সলমান

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৪: ৪৩
নৌকা না পেলেও নির্বাচনে লড়তে কুলাউড়া উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন সলমান

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী।
 
গতকাল সোমবার রাতে পৌর শহরের বাদেমনসুর এলাকার নিজ বাসায় দলীয় নেতা-কর্মী, সমর্থকদের নিয়ে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। সভায় সফি আহমদ সলমান বলেন, ‘উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম। এ উপজেলাকে স্মার্ট, মডেল ও সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তুলব। সেই সঙ্গে যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তনে আমার জীবন বিসর্জন দিতে প্রস্তুত আছি।’ 

কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা চেয়ে প্রজ্ঞাপন জারি করার জন্য স্থানীয় সরকার বিভাগের কাছে তাঁর আবেদনটি পাঠিয়েছেন বলে জানান তিনি। এর আগে সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

মতবিনিময় সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মুহিম খান, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই হাদী প্রমুখ। 

সফি আহমদ সলমান উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ছিলেন এবং গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী আ স ম কামরুল ইসলামকে বিপুল ভোটে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত