Ajker Patrika

বানিয়াচংয়ে চাচাতো ভাইয়ের টেঁটার আঘাতে যুবক খুন

হবিগঞ্জ প্রতিনিধি
বানিয়াচংয়ে চাচাতো ভাইয়ের টেঁটার আঘাতে যুবক খুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় চাচাতো ভাইয়ের টেঁটার (স্থানীয় ধাতব অস্ত্র) আঘাতে মইনুল হোসেন (২২) নামের এক যুবক মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার টুপিয়াজুরী তাজুল ইসলামের ছেলে জুলহাস টেঁটা দিয়ে মঈনুলের বুকে আঘাত করেন। 

মঙ্গলবার দুপুরে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টুপিয়াজুরী গ্রামে নূর ইসলাম ও তাজুল ইসলাম নামে আপন দুই ভাইয়ের মধ্যে টয়লেট নির্মাণ নিয়ে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় ফুটবল খেলা নিয়ে আবারও বিরোধের সৃষ্টি হয়। এ সময় দুই ভাইয়ের পক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। 

সংঘর্ষের একপর্যায়ে জুলহাস তার আপন চাচাতো ভাই মঈনুলকে টেঁটা দিয়ে বুকে আঘাত করেন। এতে মঈনুল গুরুতর আহত হন। এরপর তাকে প্রথমে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, হত্যায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান পরিচালনা করছে। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত