Ajker Patrika

বাসের ছাদে করে যাত্রা, গাছের ডালের আঘাতে ফেরিওয়ালার মৃত্যু

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বাসের ছাদে করে যাত্রা, গাছের ডালের আঘাতে ফেরিওয়ালার মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরে চলন্ত বাসের ছাদে অবস্থান করা যাত্রী মামুন মিয়া (২৫) গাছের ডালের আঘাতে মারা গিয়েছেন। 

আজ মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। 

এর আগে গতকাল সোমবার বিকেল ৫টার দিকে জগন্নাথপুর-সিলেট সড়কের বড়কাপন এলাকায় এ ঘটনা ঘটে। 

মামুন মিয়া দোয়ারাবাজার উপজেলার বালিউড়া গ্রামের আরশ আলীর ছেলে। তিনি পেশায় ফেরিওয়ালা। 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বাসের ছাদে করে জগন্নাথপুরের ভবের বাজারে আসার পথে বড়কাপন এলাকায় গাছের ডালের আঘাতে মামুন মিয়া আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গতকাল সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মরচুয়ারিতে রাখা হয়। পরে আজ সকালে মরদেহ ময়নাতদন্তের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি মিজানুর রহমান বলেন, মামুন মিয়া পেশায় একজন ফেরিওয়ালা। তিনি ভবের বাজারে ভাড়া বাসায় থাকতেন এবং গ্রামে গ্রামে গিয়ে সন পাপড়ি বিক্রি করতেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মির্জা রুবেল আহমদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। 

জগন্নাথপুর বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম বলেন, বাসের চালক ও সহকারীরা তাঁকে ছাদে উঠতে নিষেধ করেছিলেন। এরপরও তিনি সন পাপড়ির বক্স নিয়ে ছাদে উঠে বসে। মাথায় গাছের ঢালের আঘাত পেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত