Ajker Patrika

সিলেটে বাসের ধাক্কায় ছয় পুলিশ সদস্য আহতের ঘটনায় গ্রেপ্তার ৩ 

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ৩৬
সিলেটে বাসের ধাক্কায় ছয় পুলিশ সদস্য আহতের ঘটনায় গ্রেপ্তার ৩ 

সিলেটে বেপরোয়া বাসের ধাক্কায় পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয় সদস্য আহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই বাসের সুপারভাইজারকে র‍্যাব এবং চালক ও তার সহকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিলেট মহানগর পুলিশ। 

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুজনকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর সুপারভাইজারকে আজ পাঠানো হবে। 

পুলিশের হাতে গ্রেপ্তার দুজন হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার পৈরতলা গ্রামের মৃত কান্তি চন্দ্র দেবের ছেলে ও বাসচালক বাবুল চন্দ্র দেব (৪৯) এবং কুমিল্লা জেলার বুড়িচং থানার রামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে চালকের সহকারী এরশাদ হোসেন (৪২)। তাদের বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের বাহুবল থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

আর শুক্রবার বাসের সুপারভাইজার জয়নাল মিয়াকে (৪০) কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৯। তিনি ওই জেলার বাসিন্দা। 

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের তেমুখী পয়েন্টে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি টিম বিশেষ অভিযান কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ‘রিয়েল কোচ’ নামে একটি বাস বেপরোয়া গতিতে এসে রাস্তার পাশে পার্কিংরত পুলিশের পিকআপ ভ্যান এবং পুলিশ কর্মকর্তা-সদস্যদের চাপা দেয়। এতে পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয়জন সদস্য গুরুতর আহত হন এবং পুলিশের পিকআপ ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয়। 

ঘটনার পরপরই বাসটির চালক, সহকারী ও সুপারভাইজার পালিয়ে যান। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই পুলিশ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এসএমপির জালালাবাদ থানায় মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত