মৌলভীবাজারের কমলগঞ্জে ঝাড়ের বাঁশ কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বে বড় ভাইয়ের লাঠির আঘাতে কাতার প্রবাসী ছোট ভাই নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযুক্ত বড় ভাই ও তাঁর স্ত্রীকে আটক করেছে। আজ রোববার সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম খালেদ আহমেদ (৪০)। অভিযুক্ত বড় ভাইয়ের নাম মানিক মিয়া (৬০)।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি থানা ও স্থানীয়রা বলছে, মানিক মিয়া ও তাঁর ছোট ভাই খালেদ আহমেদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নিহত খালেদ কিছুদিন আগে কাতার থেকে দেশে এসেছেন। রোববার সকালে ছোট খালেদ ঝাড় থেকে বাঁশ কেটে ফেলায় বড় ভাই মানিক মিয়া বাঁশ দিয়ে ছোট ভাইকে বেধড়ক পেটায়। এ সময় বড় ভাইয়ের বাঁশের আঘাতে ছোট ভাই কোনো জবাব না দিয়ে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে গ্রামবাসীরা আহত খালেদকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ২টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে আহত খালেদের মৃত্যুর খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল থেকে স্ত্রী মাহমুদা খাতুনসহ অভিযুক্ত বড় ভাই মানিক মিয়াকে আটক করেছে।
এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুর রহমান গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে ঘটনা ঘটলেও এ বিষয়ে পুলিশ ফাঁড়ি কিছুই জানে না। সিলেট হাসপাতালে আহত খালেদের মৃত্যুর খবর পেয়ে তারা পূর্ব শ্রীসূর্য গ্রাম থেকে স্ত্রী মাহমুদা খাতুনসহ হত্যাকারী বড় ভাই মানিক মিয়াকে আটক করে ফাঁড়িতে এনেছেন।’
মৌলভীবাজারের কমলগঞ্জে ঝাড়ের বাঁশ কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বে বড় ভাইয়ের লাঠির আঘাতে কাতার প্রবাসী ছোট ভাই নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযুক্ত বড় ভাই ও তাঁর স্ত্রীকে আটক করেছে। আজ রোববার সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম খালেদ আহমেদ (৪০)। অভিযুক্ত বড় ভাইয়ের নাম মানিক মিয়া (৬০)।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি থানা ও স্থানীয়রা বলছে, মানিক মিয়া ও তাঁর ছোট ভাই খালেদ আহমেদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নিহত খালেদ কিছুদিন আগে কাতার থেকে দেশে এসেছেন। রোববার সকালে ছোট খালেদ ঝাড় থেকে বাঁশ কেটে ফেলায় বড় ভাই মানিক মিয়া বাঁশ দিয়ে ছোট ভাইকে বেধড়ক পেটায়। এ সময় বড় ভাইয়ের বাঁশের আঘাতে ছোট ভাই কোনো জবাব না দিয়ে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে গ্রামবাসীরা আহত খালেদকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ২টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে আহত খালেদের মৃত্যুর খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল থেকে স্ত্রী মাহমুদা খাতুনসহ অভিযুক্ত বড় ভাই মানিক মিয়াকে আটক করেছে।
এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুর রহমান গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে ঘটনা ঘটলেও এ বিষয়ে পুলিশ ফাঁড়ি কিছুই জানে না। সিলেট হাসপাতালে আহত খালেদের মৃত্যুর খবর পেয়ে তারা পূর্ব শ্রীসূর্য গ্রাম থেকে স্ত্রী মাহমুদা খাতুনসহ হত্যাকারী বড় ভাই মানিক মিয়াকে আটক করে ফাঁড়িতে এনেছেন।’
সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লাইব্রেরিতে ঢুকে পড়েছে। আজ সোমবার (১২ মে) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কে কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছেন।
৫ মিনিট আগেজমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে স্কুলশিক্ষার্থী জান্নাতিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। মেয়েকে হত্যার অভিযোগে গতকাল রোববার (১১ মে) জান্নাতির বাবা জাহেদুলকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা–পুলিশ। একই সঙ্গে জান্নাতির মা মোর্শেদা ও বড় চাচি কোহিনুর বেগমকে আটক করা হয়েছে।
১০ মিনিট আগেরাজধানীর শেওড়াপাড়ায় দুই বোন হত্যার ঘটনায় গ্রেপ্তার কিশোর (১৪) নিহত মরিয়ম বেগম ও সুফিয়া বেগমের আপন ছোট বোনের ছেলে বলে জানিয়েছে ডিবি। খালার বাড়িতে গিয়ে সাইকেল কেনার জন্য সে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে। চুরির বিষয়টি তার মা-বাবাকে জানাতে চাইলে তখন দুই খালাকে হত্যা করে সে।
২৩ মিনিট আগেদেড় লাখ টাকায় বিক্রি করা ফরিদপুরের সেই শিশু তানহাকে (১৪ মাস) মা পপি বেগমের জিম্মায় দিয়েছেন আদালত। আদালত পরবর্তী শুনানি (২ জুন) পর্যন্ত শিশুটি মায়ের জিম্মায় রাখার নির্দেশ দেন। আজ সোমবার ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বির আদালত এই আদেশ দেন।
৩০ মিনিট আগে