Ajker Patrika

লাঠির আঘাতে যুবক খুন, স্ত্রীসহ বড় ভাই আটক

লাঠির আঘাতে যুবক খুন, স্ত্রীসহ বড় ভাই আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে ঝাড়ের বাঁশ কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বে বড় ভাইয়ের লাঠির আঘাতে কাতার প্রবাসী ছোট ভাই নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযুক্ত বড় ভাই ও তাঁর স্ত্রীকে আটক করেছে। আজ রোববার সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম খালেদ আহমেদ (৪০)। অভিযুক্ত বড় ভাইয়ের নাম মানিক মিয়া (৬০)। 

শমশেরনগর পুলিশ ফাঁড়ি থানা ও স্থানীয়রা বলছে, মানিক মিয়া ও তাঁর ছোট ভাই খালেদ আহমেদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নিহত খালেদ কিছুদিন আগে কাতার থেকে দেশে এসেছেন। রোববার সকালে ছোট খালেদ ঝাড় থেকে বাঁশ কেটে ফেলায় বড় ভাই মানিক মিয়া বাঁশ দিয়ে ছোট ভাইকে বেধড়ক পেটায়। এ সময় বড় ভাইয়ের বাঁশের আঘাতে ছোট ভাই কোনো জবাব না দিয়ে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে গ্রামবাসীরা আহত খালেদকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ২টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে আহত খালেদের মৃত্যুর খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল থেকে স্ত্রী মাহমুদা খাতুনসহ অভিযুক্ত বড় ভাই মানিক মিয়াকে আটক করেছে। 

এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুর রহমান গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে ঘটনা ঘটলেও এ বিষয়ে পুলিশ ফাঁড়ি কিছুই জানে না। সিলেট হাসপাতালে আহত খালেদের মৃত্যুর খবর পেয়ে তারা পূর্ব শ্রীসূর্য গ্রাম থেকে স্ত্রী মাহমুদা খাতুনসহ হত্যাকারী বড় ভাই মানিক মিয়াকে আটক করে ফাঁড়িতে এনেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত