প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (সিলেট)
কোম্পানীগঞ্জ উপজেলায় খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে এক শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত ওই শিশুর নাম রায়হান (৬)। সে উপজেলার বরমসিদ্ধিপুর গ্রামের কবির মিয়ার ছেলে।
নিহত শিশুর মামা আব্দুল হেকিম জানান, দুই সপ্তাহ আগে শিশু রায়হান তার মা মাজেদা খাতুনের সঙ্গে খালার বাড়ি দক্ষিণ বুড়দেও গ্রামে বেড়াতে আসে। আজ ভোর ৬টার দিকে পরিবারের অজান্তে শিশুটি বাড়ির পাশে একটি ছোট নৌকায় ওঠে খেলা করছিল। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে নৌকায় শিশুটির জুতা দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। পরে পানিতে খোঁজাখুঁজি করে রায়হানের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম জানান, নৌকায় উঠতে গিয়ে হয়তো পানিতে পড়ে যায় রায়হান। পরে তার মরদের উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মুজিবুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
কোম্পানীগঞ্জ উপজেলায় খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে এক শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত ওই শিশুর নাম রায়হান (৬)। সে উপজেলার বরমসিদ্ধিপুর গ্রামের কবির মিয়ার ছেলে।
নিহত শিশুর মামা আব্দুল হেকিম জানান, দুই সপ্তাহ আগে শিশু রায়হান তার মা মাজেদা খাতুনের সঙ্গে খালার বাড়ি দক্ষিণ বুড়দেও গ্রামে বেড়াতে আসে। আজ ভোর ৬টার দিকে পরিবারের অজান্তে শিশুটি বাড়ির পাশে একটি ছোট নৌকায় ওঠে খেলা করছিল। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে নৌকায় শিশুটির জুতা দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। পরে পানিতে খোঁজাখুঁজি করে রায়হানের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম জানান, নৌকায় উঠতে গিয়ে হয়তো পানিতে পড়ে যায় রায়হান। পরে তার মরদের উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মুজিবুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
সাদাপাথর, জাফলং, বিছনাকান্দির পর এবার লুটপাটে অস্তিত্ব হারানোর পথে সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি। সেখান থেকেও শুরু হয়েছে পাথর চুরি। দিনদুপুরে ঘটছে এসব ঘটনা। রাংপানি পর্যটনকেন্দ্র একসময় শ্রীপুর নামে পরিচিত ছিল। সালমান শাহসহ বেশ কয়েকজন জনপ্রিয় নায়কের সিনেমার শুটিং হয়েছিল সেই সময়।
১১ মিনিট আগেনদ-নদীতে পানি বাড়ায় রাজশাহী বিভাগের পাঁচ জেলায় কমপক্ষে সাড়ে ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে অনেক বাড়িঘর। গতকাল রোববার সকাল থেকে পদ্মার পানি কমছে। এর ফলে ভাঙন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নদীপারের মানুষ। এদিকে রংপুরের পীরগাছায় অর্ধশত পরিবার এখন নদীভাঙনের কারণে অসহায় দিন পার করছে
২৯ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালেই ডেঙ্গুর হটস্পট রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
৩৩ মিনিট আগেকক্সবাজারের রামু উপজেলা সদর থেকে বাঁকখালী নদীর তীরের তিন কিলোমিটার আঁকাবাঁকা পথ বেয়ে গেলেই রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের জাদিপাড়া। সড়কের পাশ ঘেঁষে ৩০০ ফুট উঁচু পাহাড়চূড়ায় অবস্থিত প্রায় ২৫০ বছরের প্রাচীন লাওয়ে জাদি (প্যাগোডা)।
৩৮ মিনিট আগে