Ajker Patrika

আমোদপ্রিয় রিকশাচালক শফিক মিয়া 

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৩১
আমোদপ্রিয় রিকশাচালক শফিক মিয়া 

ছুটে চলা ব্যস্ত সড়কে, পাড়া-মহল্লার অলিগলিতে সুসজ্জিত রিকশা নজর কেড়েছে মৌলভীবাজার শহরবাসীর।

আমোদপ্রিয় এই শৌখিন রিকশা চালকের নাম শফিক মিয়া। বয়স তাঁর পঞ্চাশ। থাকেন সদর উপজেলার মাতারকাপন গ্রামে। শহরের মানুষদের পরিচিত মুখ শফিক মিয়া।

তাঁর পাঁচটি রিকশা। একটি নিজে চালান, বাকি ৪টি ভাড়ায় চলে। প্রতি রিকশা থেকে দৈনিক ৭০ টাকা ভাড়া পান। নিজে রিকশা চালিয়ে দৈনিক ৫০০-৬০০ টাকা আয় করেন। নিজে রিকশা ও ভাড়ায় চালিত রিকশায় যা পান তা দিয়েই সুখে শান্তিই চলে তাঁর সংসার।

শৌখিন রিকশা চালক শফিক মিয়ার সঙ্গে ব্যস্ততম সড়ক সেন্ট্রাল রোডে দেখা হয়।

আলাপকালে শফিক মিয়া জানান, আমার কাছে আমার রিকশা বড় গাড়ি। যাত্রীরাও আমার রিকশায় চড়ে আনন্দ পান। রিকশার সৌন্দর্যের জন্য ফুল, সিগন্যাল বাতি, অন্যান্য লাইট, মিউজিক বক্স এবং ব্যাটারির জন্য অতিরিক্ত প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে।

শফিক আরও জানান, ফেসবুকে একটি আইডি রয়েছে। আইডিতে আমার মোবাইল নম্বর দেওয়া আছে। যাত্রীরা ফোন দিলে তাদের গন্তব্যে পৌঁছে যান। শহরের বিভিন্ন স্থান থেকে ফোন এলেই ছুটে যান যাত্রী সেবায়। এমনকি রাতে কেউ বিপদে পড়ে ফোন দিলে যত দূরেই হোক যে কোনো সময় তিনি হাজির হয়ে যান।

এ বিষয়ে যাত্রী রায়হান মোর্শেদ বলেন, ‘আমি শফিক মিয়ার রিকশায় চড়েছি। তিনি নিজের জগতে আমোদপ্রিয় একজন সুখী মানুষ। কম টাকায় সুখী থাকা যায়, আনন্দেও থাকা যায়। যার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা যায়, এ বিষয়ে ভালো একটা উদাহরণ রিকশাচালক শফিক।

স্ত্রী, এক ছেলে এক মেয়ে নিয়ে চারজনের সংসার রিকশা চালক শফিক মিয়ার। বড় মেয়ে স্থানীয় একটি ক্লিনিকের সেবিকা। ছোট ছেলের বয়স তিন বছর। ছেলেকে পড়াশোনা শিখিয়ে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন তিনি।

শফিক জানান, যে কয়দিন বাঁচব আনন্দের সঙ্গে বাঁচতে চাই। আমার ছেলেটাকে লেখাপড়া শিখিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। আমি সব সময় মানুষকে আনন্দ দিতে এবং মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখতে চাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত