Ajker Patrika

হেলমেট না থাকায় মামলা, প্রতিবাদে এমসি কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সিলেট প্রতিনিধি
হেলমেট না থাকায় মামলা, প্রতিবাদে এমসি কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সিলেট নগরীর টিলাগড়ে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থীর বিরুদ্ধে ট্রাফিক পুলিশের মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে এমসি কলেজের শিক্ষার্থীরা। 

আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ‘জয় বাংলা’ ও ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘শিক্ষার্থীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেয় তারা। 

প্রায় এক ঘণ্টা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে তারা রাস্তা থেকে সরে যায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে দেলোয়ার হোসেন রাহি নামে এক শিক্ষার্থী মোটরসাইকেলযোগে টিলাগড় পয়েন্ট দিয়ে যাওয়ার সময় পুলিশ গতিরোধ করে। রাহির মাথায় হেলমেট না থাকায় ১৫ হাজার টাকার মামলা দেয় ট্রাফিক পুলিশ। খবর পেয়ে বেলা ২টার দিকে টিলাগড় পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে এবং সড়ক অবরোধ করে রাখে এমসিসহ বিভিন্ন কলেজের ছাত্ররা। 

সড়ক অবরোধ করে রাখার কারণে বন্দর-টিলাগড় এবং টিলাগড়-আম্বরখানা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে মামলা প্রত্যাহারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিকেল ৩টার দিকে অবরোধ তুলে নেয়। 

হেলমেট না থাকায় ট্রাফিক মামলায় দেওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরামামলার বিষয়ে এমসি কলেজের শিক্ষার্থী দেলোয়ার হোসেন রাহি বলেন, ‘আমার গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সব ঠিক ছিল। শুধু আমার হেলমেটটা ভেঙে গেছে তাই সঙ্গে আনতে পারিনি। আমি তাদের অনুনয়-বিনয় করে বলি, আপনারা আমার কাগজপত্র রেখে আমাকে মাত্র ১০ মিনিট সময় দেন, আমি নতুন হেলমেট নিয়ে আসতেছি। কিন্তু তারা আমার একটি কথাও না শুনে, আমাকে কোনো সময় না দিয়ে ১৫ হাজার টাকার মামলা দিয়ে দিয়েছে।’ 

এ ব্যাপারে শাহপরান থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, ‘এখানে হয়রানিমূলক কোনো মামলা দেওয়া হয়নি। হেলমেট না থাকলে মামলা দেওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া। তাছাড়া নগরীতে ট্রাফিক সপ্তাহ চলছে। তাই এসব ব্যাপারে ট্রাফিক বিভাগ অনেক তৎপর। তবে টিলাগড়ের বিষয়টা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে মিটমাট হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত