সুনামগঞ্জ প্রতিনিধি
পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরের সাড়ে ৪ হাজার হেক্টর ফসল তলিয়ে গেছে। আজ শনিবার উপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘দেশ আজ উন্নয়নের দিকে যাচ্ছে। দেশে খাদ্যঘাটতি নেই, সংকট নেই, হাহাকার নেই সুতরাং হাওরের কৃষকেরা না খেয়ে থাকবে না।’
কৃষিমন্ত্রী আরও বলেছেন, ‘বিজ্ঞানীরা হাওর এলাকায় দ্রুত ধান পাকে এমন ধান চাষাবাদ করার জন্য গবেষণা করছে। তাহলেই আমরা অনেকটা ঝুঁকিমুক্ত হতে পারব। এ ছাড়া নদী খনন করা হলে সুনামগঞ্জের বোরো ফসল ঝুঁকি থেকে রক্ষা পাবে। শুধু তাই নয় পিআইসির বাঁধ নির্মাণের দুর্নীতি অনিয়মের কথা প্রধানমন্ত্রীর কাছে বলব। সকল মন্ত্রণালয় সমন্বয় করে আমরা হাওরের জন্য কাজ করব। আর যেসব কৃষকের বোরো ধান তলিয়ে গেছে তাঁদের খাদ্য সহায়তা করা হবে।’
মন্ত্রী বলেন, ‘হাওরের ধান ঘরে তোলা নিয়ে আমি সব সময় আতঙ্কে থাকি। কখন কী হয়! কারণ প্রকৃতির ওপর আমাদের হাত নেই। হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ যাতে প্রতি বছর ডিসেম্বরের আগে শুরু করা যায় সেটা নিয়েও আমি কথা বলব।’
মন্ত্রী আরও বলেন, ‘হাওরের পুরো ধান যদি নষ্ট হয়ে যায় তাহলে চালের দাম অবশ্যই বাড়বে। তখন কেউ বলবে না হাওরের ধান তলিয়ে গেছে বলে চালের দাম বেড়েছে। তখন দেশের বিরোধী দলসহ সবাই খাদ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইবে।’
চাপতির হাওর পরিদর্শন শেষে মন্ত্রী সুনামগঞ্জ সদর উপজেলার জাওয়ার হাওরের ব্রি ২৮ জাতের ধানের জমি পরিদর্শন করেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন। পরে শান্তিগঞ্জ উপজেলার ডেকার হাওরে কম্বাইন্ড হারভেস্টর দিয়ে ধান কাটার উদ্বোধন করেন মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামিমা আক্তার খানম, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন প্রমুখ।
পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরের সাড়ে ৪ হাজার হেক্টর ফসল তলিয়ে গেছে। আজ শনিবার উপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘দেশ আজ উন্নয়নের দিকে যাচ্ছে। দেশে খাদ্যঘাটতি নেই, সংকট নেই, হাহাকার নেই সুতরাং হাওরের কৃষকেরা না খেয়ে থাকবে না।’
কৃষিমন্ত্রী আরও বলেছেন, ‘বিজ্ঞানীরা হাওর এলাকায় দ্রুত ধান পাকে এমন ধান চাষাবাদ করার জন্য গবেষণা করছে। তাহলেই আমরা অনেকটা ঝুঁকিমুক্ত হতে পারব। এ ছাড়া নদী খনন করা হলে সুনামগঞ্জের বোরো ফসল ঝুঁকি থেকে রক্ষা পাবে। শুধু তাই নয় পিআইসির বাঁধ নির্মাণের দুর্নীতি অনিয়মের কথা প্রধানমন্ত্রীর কাছে বলব। সকল মন্ত্রণালয় সমন্বয় করে আমরা হাওরের জন্য কাজ করব। আর যেসব কৃষকের বোরো ধান তলিয়ে গেছে তাঁদের খাদ্য সহায়তা করা হবে।’
মন্ত্রী বলেন, ‘হাওরের ধান ঘরে তোলা নিয়ে আমি সব সময় আতঙ্কে থাকি। কখন কী হয়! কারণ প্রকৃতির ওপর আমাদের হাত নেই। হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ যাতে প্রতি বছর ডিসেম্বরের আগে শুরু করা যায় সেটা নিয়েও আমি কথা বলব।’
মন্ত্রী আরও বলেন, ‘হাওরের পুরো ধান যদি নষ্ট হয়ে যায় তাহলে চালের দাম অবশ্যই বাড়বে। তখন কেউ বলবে না হাওরের ধান তলিয়ে গেছে বলে চালের দাম বেড়েছে। তখন দেশের বিরোধী দলসহ সবাই খাদ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইবে।’
চাপতির হাওর পরিদর্শন শেষে মন্ত্রী সুনামগঞ্জ সদর উপজেলার জাওয়ার হাওরের ব্রি ২৮ জাতের ধানের জমি পরিদর্শন করেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন। পরে শান্তিগঞ্জ উপজেলার ডেকার হাওরে কম্বাইন্ড হারভেস্টর দিয়ে ধান কাটার উদ্বোধন করেন মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামিমা আক্তার খানম, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন প্রমুখ।
দীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
২ মিনিট আগেকক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
১ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৪ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৪ ঘণ্টা আগে