মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মো. ফজলে রাব্বি সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে ও পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে প্রায় দুই ঘণ্টাব্যাপী মৌলভীবাজার-শমসেরনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করেন তাঁরা। পরে কলেজ প্রশাসন, পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের অনুরোধে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান। তিনি বলেন, ‘রাব্বির মৃত্যুর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’
নিহত রাব্বি মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন (আরএসি টেকনোলজি) বিভাগের সপ্তম পর্বের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, আজ সকাল ১০টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মৌলভীবাজার-শমসেরনগর সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ও চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দিন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সমাবেশে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানান, রাব্বির মৃত্যুর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্লোজড সার্কিট ক্যামেরা লাগানো, কলেজের সামনে স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং দেওয়া, কলেজের আশপাশের ফুটপাত ঠিক করে দেওয়া এবং পরিবহনের ন্যায্য ভাড়া নির্ধারিত করা।
মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গত ৫ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত হন রাব্বি। পরে উদ্ধার করে মৌলভীবাজার সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ এপ্রিল তাঁর মৃত্যু হয়।
মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মো. ফজলে রাব্বি সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে ও পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে প্রায় দুই ঘণ্টাব্যাপী মৌলভীবাজার-শমসেরনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করেন তাঁরা। পরে কলেজ প্রশাসন, পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের অনুরোধে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান। তিনি বলেন, ‘রাব্বির মৃত্যুর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’
নিহত রাব্বি মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন (আরএসি টেকনোলজি) বিভাগের সপ্তম পর্বের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, আজ সকাল ১০টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মৌলভীবাজার-শমসেরনগর সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ও চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দিন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সমাবেশে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানান, রাব্বির মৃত্যুর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্লোজড সার্কিট ক্যামেরা লাগানো, কলেজের সামনে স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং দেওয়া, কলেজের আশপাশের ফুটপাত ঠিক করে দেওয়া এবং পরিবহনের ন্যায্য ভাড়া নির্ধারিত করা।
মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গত ৫ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত হন রাব্বি। পরে উদ্ধার করে মৌলভীবাজার সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ এপ্রিল তাঁর মৃত্যু হয়।
আইনি জটিলতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দিতে পারছে না রাঙামাটি জেলা পরিষদ। পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে নিয়োগ কার্যক্রম। এতে সহকারী ও প্রধান শিক্ষকের হাজারের বেশি পদ শূন্য রয়েছে। শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। চাপ বেড়েছে শিক্ষকদেরও। পাশাপাশি বঞ্চিত হচ্ছেন চাকরিপ্রত্যাশীরা।
৩ মিনিট আগেঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফ এম শরীফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার ক্রাইম অভিযান চালিয়ে
৩ ঘণ্টা আগেমৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মো. আলফাজ উদ্দিন শেখ (৫৮) নিজ কার্যালয়ে অসুস্থ হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে নগরের সিঅ্যান্ডবি রোডে মৎস্য ভবনে তাঁর দপ্তরে বসে শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত শেবাচিম হাসপাতালে নেওয়া হয়।
৩ ঘণ্টা আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান ওহিদ এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. নাসিরুদ্দিন তালুকদারের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ আগামী ১ বছরের জন্য স্থগিত করা
৩ ঘণ্টা আগে