ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় শাটার ঝালাইয়ের সময় পেট্রলের ড্রামে আগুন লেগে অন্তত ৪ জন দগ্ধ হয়েছেন। উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে দগ্ধরা হলেন–হোসেনপুর গ্রামের মহিষখলা দাখিল মাদ্রাসার প্রাক্তন সুপার আব্দুল আজিজের ছেলে মাহমুদুল মিয়া (২৪) ও এনামুল মিয়া (১৯)। তাঁরা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।
অন্য দুজনের মধ্যে একজন হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে রবিউল ইসলাম (১২)। তিনি ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল ও অন্যজন একই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে সাদিকুল ইসলাম (১৬)। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে গতকাল রাত সাড়ে ৯টার দিকে আজিজের ঘরে শাটার মেরামতের জন্য ঝালাইয়ের কাজ করছিলেন ওয়েল্ডিং মিস্ত্রি। ওই ঘরের পাশে ড্রামে পেট্রল রাখা ছিল। দুটি শাটারের কাজ শেষে তৃতীয় শাটার মেরামতের সময় পেট্রল দোকানের মালিক মাহমুদুল মিয়া ও এনামুল মিয়া ঘর থেকে ওই পেট্রল ভর্তি ড্রাম বের করছিলেন। ড্রাম খুলতেই ওয়েল্ডিং এর আগুন গিয়ে সেখানে পড়ে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলে থাকা সবাই অগ্নিদগ্ধ হয়।
মহিষখলা দাখিল মাদ্রাসার সাবেক সুপার আব্দুল আজিজ বলেন, ‘শাটারে ওয়েল্ডিং করার আগুনের ফুলকি পেট্রলে পড়ে আগুনের সৃষ্টি হয়। আমার দুই ছেলে অগ্নিদগ্ধ হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘরের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
বংশীকুণ্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নূর নবী তালুকদার বলেন, ‘আমি আগুনের বিষয়টি জেনেছি। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে যাব।’
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা বলেন, ‘আগুনের অগ্নিদগ্ধ হওয়ার বিষয়টি আমি জেনেছি। বিষয়টি খুবই দুঃখজনক। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় শাটার ঝালাইয়ের সময় পেট্রলের ড্রামে আগুন লেগে অন্তত ৪ জন দগ্ধ হয়েছেন। উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে দগ্ধরা হলেন–হোসেনপুর গ্রামের মহিষখলা দাখিল মাদ্রাসার প্রাক্তন সুপার আব্দুল আজিজের ছেলে মাহমুদুল মিয়া (২৪) ও এনামুল মিয়া (১৯)। তাঁরা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।
অন্য দুজনের মধ্যে একজন হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে রবিউল ইসলাম (১২)। তিনি ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল ও অন্যজন একই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে সাদিকুল ইসলাম (১৬)। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে গতকাল রাত সাড়ে ৯টার দিকে আজিজের ঘরে শাটার মেরামতের জন্য ঝালাইয়ের কাজ করছিলেন ওয়েল্ডিং মিস্ত্রি। ওই ঘরের পাশে ড্রামে পেট্রল রাখা ছিল। দুটি শাটারের কাজ শেষে তৃতীয় শাটার মেরামতের সময় পেট্রল দোকানের মালিক মাহমুদুল মিয়া ও এনামুল মিয়া ঘর থেকে ওই পেট্রল ভর্তি ড্রাম বের করছিলেন। ড্রাম খুলতেই ওয়েল্ডিং এর আগুন গিয়ে সেখানে পড়ে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলে থাকা সবাই অগ্নিদগ্ধ হয়।
মহিষখলা দাখিল মাদ্রাসার সাবেক সুপার আব্দুল আজিজ বলেন, ‘শাটারে ওয়েল্ডিং করার আগুনের ফুলকি পেট্রলে পড়ে আগুনের সৃষ্টি হয়। আমার দুই ছেলে অগ্নিদগ্ধ হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘরের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
বংশীকুণ্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নূর নবী তালুকদার বলেন, ‘আমি আগুনের বিষয়টি জেনেছি। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে যাব।’
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা বলেন, ‘আগুনের অগ্নিদগ্ধ হওয়ার বিষয়টি আমি জেনেছি। বিষয়টি খুবই দুঃখজনক। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৩০ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে