Ajker Patrika

সিলেটে বুধ ও বৃহস্পতিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ৫৯
সিলেটে বুধ ও বৃহস্পতিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

সিলেটে ১১ কেভি ফিডারের মেরামত ও সংরক্ষণকাজ এবং গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য আগামী বুধবার ও বৃহস্পতিবার সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

আজ সোমবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উল্লিখিত দুই দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। 

সিলেট বিউবোর বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রাজবাড়ী ও বোরহানউদ্দিন এলাকার দুটি ১১ কেভি ফিডারের মেরামত ও সংরক্ষণকাজ এবং রাইট অব ওয়ে বরাবরে গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য বুধ ও বৃহস্পতিবার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার নগরীর রায়নগর, রাজবাড়ী, ঝর্নারপাড়, দর্জিবন্দ, খরাদিপাড়া, দপ্তরিপাড়া, আগপাড়া ও আশপাশ এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে। বৃহস্পতিবার কুশিঘাট, মুরাদপুর, মুক্তিরচক, মিরেরচক, পীরেরচক, সোনাপুর, নয়াবস্তি ও আশপাশের এলাকায় থাকবে না বিদ্যুৎ।’ 

এ বিষয়ে বিউবো সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন আজকের পত্রিকাকে বলেন, ‘জরুরি কাজে কিছু এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে। জনগণের এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত