Ajker Patrika

কোম্পানীগঞ্জে খালে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
আপডেট : ০১ মে ২০২৩, ১০: ২১
কোম্পানীগঞ্জে খালে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

সিলেটের কোম্পানীগঞ্জে খালে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার দক্ষিণ ঢালারপাড় প্রেমকাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি। 

নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়। 

নিখোঁজ ব্যক্তির নাম হোরন মিয়া (৩২)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের হোসেন মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে কোম্পানীগঞ্জ দক্ষিণ ঢালারপাড় প্রেমকাড়া নামক খালে মাছ ধরার জন্য ডুব দেন হোরন। কিন্তু পরে তিনি আর উঠে আসেননি। এক রাখাল ঘটনাটি দেখে পরিবারের লোকজনকে খবর দেন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালান। সন্ধ্যা ৭টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে খুঁজে পাননি তাঁরা। 

ঘটনাস্থলে থাকা কোম্পানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক মোফাজ্জল হোসেন বলেন, ‘হোরন একজন মৃগী রোগী। মাছ ধরতে ডুব দিয়ে আর উঠে আসেননি। স্থানীয়রা সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালান। সিলেটের ডুবুরি দলকে জানানো হয়েছে। তারা এলে উদ্ধার অভিযান চালানো হবে।’ 

পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম বলেন, ‘নিখোঁজ হোরন মাছ বিক্রি করে সংসার চালান। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত