Ajker Patrika

জকিগঞ্জে উদ্বোধনের আগেই ধসে পড়ল যাত্রীছাউনি

প্রতিনিধি, জকিগঞ্জ
জকিগঞ্জে উদ্বোধনের আগেই ধসে পড়ল যাত্রীছাউনি

আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ধসে পড়েছে সিলেটের জকিগঞ্জে আমলসীদ যাত্রীছাউনি।

গত সোমবার রাতে যাত্রীছাউনিটি ধসে খাদে পড়ে যাওয়ার খবর পাওয়া যায়।

বারঠাকুরী ইউনিয়ন পরিষদের অর্থায়নে ছাউনীটি তৈরিতে ব্যয় হয় ২ লাখ ৩০ হাজার টাকা। পিআইসির মাধ্যমে যাত্রীছাউনিটি নির্মাণ করেন ৬নং ওয়ার্ডের সদস্য আতাউর রহমান। কিন্তু এলাকাবাসীর অভিযোগ নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে উদ্বোধনের আগেই ধসে পড়ে গুরুত্বপূর্ণ এ যাত্রী ছাউনীটি।

আমলসীদ এলাকার মঞ্জু আহমদ বলেন, এ প্রকল্পটি স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরীর তত্ববধানে ও স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান প্রকল্পটি দায়িত্বে ছিলেন। এ যাত্রীছাউনিতে প্রতিনিয়তই ভিড় লেগে থাকতো। রাতের বেলা ধসে পড়ায় প্রাণহানি বা দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। এ ব্যাপারে প্রকল্প কমিটির চেয়ারম্যান ইউপি সদস্য আতাউর রহমানের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

বড়ঠাকুরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিন মর্তুজা টিপু এ প্রসঙ্গে বলেন, ইউপি সদস্য আতাউরকে প্রকল্প সভাপতি করে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। কিন্তু এখনো ইউনিয়ন পরিষদ প্রকল্পটি গ্রহণ করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত