Ajker Patrika

২৮ অক্টোবর নিয়ে জাতিসংঘ মহাসচিব ভুল তথ্যের ভিত্তিতে বিবৃতি দিয়েছেন: পররাষ্ট্রমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
২৮ অক্টোবর নিয়ে জাতিসংঘ মহাসচিব ভুল তথ্যের ভিত্তিতে বিবৃতি দিয়েছেন: পররাষ্ট্রমন্ত্রী 

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ২৮ অক্টোবর নিয়ে জাতিসংঘের মহাসচিব যে বিবৃতি দিয়েছেন সেটা তিনি ভুল তথ্যের ভিত্তিতে দিয়েছেন। ওই দিন বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করলেও বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি হয়তো মহাসচিবকে ভুল বা মিথ্যা তথ্য দিয়েছেন। ব্যাপারটি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দিয়ে তাঁদের সঠিক তথ্য অবিহিত করা হয়েছে। 

গতকাল শুক্রবার রাতে সিলেট নগরের ৮ নম্বর ওয়ার্ডের কালিবাড়ী এলাকায় ‘দেশব্যাপী উন্নয়ন কর্মযজ্ঞ প্রচার ও আগামীর স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে উঠান বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এ সময় মন্ত্রী বলেন, ‘বিএনপি কী করেছে সেটা মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষ দেখেছে। কিন্তু জাতিসংঘের প্রতিনিধি হয়তো বাংলা বোঝেন না, তাই উনাকে ভুল এবং মিথ্যা তথ্য বোঝানো হয়েছে। উনি এটি মহাসচিবকে জানিয়েছেন। তাই আমরা উনাকে চিঠি লিখেছি।’ 

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত