বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজের ১৪ ঘণ্টা পর আব্দুল আজিজ কায়েছের (৫০) মরদেহ ভেসে উঠেছে। আজ রোববার সকাল ৯টায় উপজেলার সুড়িকান্দি ছালিয়াবন্দ এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় নৌকা ডুবে নিখোঁজ হন তিনি। পরে স্থানীয় লোকজন দীর্ঘ চেষ্টা চালিয়েও তাঁর কোনো সন্ধান পাননি। নিহত আব্দুল আজিজ কায়েছ গাজীটেকা গ্রামের মৃত বলাই মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টায় আব্দুল আজিজ কায়েছ ও তাঁর বড় ভাই আব্দুর রউফ নৌকা দিয়ে মাছ ধরতে উপজেলার সুড়িকান্দি ছালিয়াবন্দে যান। এ সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়। পরে আব্দুর রউফ সাঁতরে পাড়ে উঠতে পারলেও আব্দুল আজিজ বন্যার পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন দীর্ঘ চেষ্টা চালিয়েও তাঁর কোনো সন্ধান পাননি। খবর পেয়ে রাত ৮টায় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। তবে রাত অনেক হওয়ায় তারা উদ্ধার অভিযান চালাতে পারেনি। এদিকে আজ রোববার সকাল ৯টায় আব্দুল আজিজ কায়েছের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।
বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামীম মোল্লা বলেন, ‘রাতে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। রাত অনেক হওয়ায় উদ্ধার অভিযান চালানো যায়নি। স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্টা চালিয়েও পারেননি। সকালে সিলেট থেকে আমাদের প্রশিক্ষিত ডুবুরি দল উদ্ধার অভিযান চালানোর জন্য আসে। এর মধ্যে সকাল ৯টায় মরদেহ ভেসে ওঠায় ডুবুরি দল ফিরে গেছে।’
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি চায় কর্তৃপক্ষের কাছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৌলভীবাজারের বড়লেখায় মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজের ১৪ ঘণ্টা পর আব্দুল আজিজ কায়েছের (৫০) মরদেহ ভেসে উঠেছে। আজ রোববার সকাল ৯টায় উপজেলার সুড়িকান্দি ছালিয়াবন্দ এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় নৌকা ডুবে নিখোঁজ হন তিনি। পরে স্থানীয় লোকজন দীর্ঘ চেষ্টা চালিয়েও তাঁর কোনো সন্ধান পাননি। নিহত আব্দুল আজিজ কায়েছ গাজীটেকা গ্রামের মৃত বলাই মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টায় আব্দুল আজিজ কায়েছ ও তাঁর বড় ভাই আব্দুর রউফ নৌকা দিয়ে মাছ ধরতে উপজেলার সুড়িকান্দি ছালিয়াবন্দে যান। এ সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়। পরে আব্দুর রউফ সাঁতরে পাড়ে উঠতে পারলেও আব্দুল আজিজ বন্যার পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন দীর্ঘ চেষ্টা চালিয়েও তাঁর কোনো সন্ধান পাননি। খবর পেয়ে রাত ৮টায় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। তবে রাত অনেক হওয়ায় তারা উদ্ধার অভিযান চালাতে পারেনি। এদিকে আজ রোববার সকাল ৯টায় আব্দুল আজিজ কায়েছের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।
বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামীম মোল্লা বলেন, ‘রাতে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। রাত অনেক হওয়ায় উদ্ধার অভিযান চালানো যায়নি। স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্টা চালিয়েও পারেননি। সকালে সিলেট থেকে আমাদের প্রশিক্ষিত ডুবুরি দল উদ্ধার অভিযান চালানোর জন্য আসে। এর মধ্যে সকাল ৯টায় মরদেহ ভেসে ওঠায় ডুবুরি দল ফিরে গেছে।’
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি চায় কর্তৃপক্ষের কাছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
২৫ মিনিট আগেমাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লো
৩৯ মিনিট আগেপুলিশ বলছে, দুটি লাশই বিকৃত অবস্থায় পাওয়া যায়। যাত্রীর আসনে থাকা মরদেহের মুখ থেঁতলানো অবস্থায় ছিল। গাড়ির সব দরজা খোলা ছিল। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি তারা।
৪২ মিনিট আগেফেনীর পরশুরাম সীমান্তে নুরুল ইসলাম (৬৩) নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার বিকেলে পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁকে ফেরত দেওয়া হয়। এ সময় উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে