Ajker Patrika

অস্ট্রেলিয়ায় সিলেটি সংস্কৃতি টিকিয়ে রাখতে অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
অস্ট্রেলিয়ায় জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক’র পরিচিতি সভা। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ায় জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক’র পরিচিতি সভা। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী সিলেটবাসীদের অন্যতম সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক’র নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৮ মে) স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির মিন্টো এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি জাহেদুল হক চৌধুরী লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহসভাপতি ফায়জুল বারী জসিম। সভায় বক্তারা প্রবাসে সিলেটি সংস্কৃতি ও ঐতিহ্য টিকিয়ে রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহসভাপতি শামস উদ্দিন লুলু, জয়েন্ট সেক্রেটারি আখলাকুল ইসলাম, কোষাধ্যক্ষ জামান সরোয়ার শিপু, অর্গানাইজেশন সেক্রেটারি মো. আব্দুস শুকুর, স্পোর্টস সেক্রেটারি আহমেদ আল কবীর, কালচারাল সেক্রেটারি দিলু আলী, পাবলিকেশন সেক্রেটারি শাহাব উদ্দিন শিহাব।

এ ছাড়া উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য গোলাম জাকারিয়া জাকু, সোহেব আহমদ শাকিল, মো. শাহ আলম, মো. চুন্নাহ, হাসান আহমেদ, হাবিব উল্লাহ, এমাদ উদ্দিন চৌধুরী, আবেদ আহমেদ, আহবাব হোসেন সুন্নাহ, কামরান হোসেন ও মোহাম্মদ সাদমান রেজা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত