নিজস্ব প্রতিবেদক, সিলেট
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে ইউনিয়ন পরিষদের গেট আটকে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় চেয়ারম্যানসহ ৪৭ জনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার পাঁচ দিন পর রাজনগর থানায় মঙ্গলবার (২৫ মার্চ) মামলাটি করেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই এ এইচ এম মাহমুদুর রহমান। হামলায় ডিবি পুলিশের দুই সদস্য আহত ও ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির গ্লাস ভাঙচুর করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০ মার্চ রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে সরকারবিরোধী বৈঠক করছেন, এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ইউনিয়ন পরিষদে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে চেয়ারম্যানসহ তার লোকজন স্লোগান দিয়ে ডিবি পুলিশের গাড়ি ভেতরে রেখে ইউনিয়ন পরিষদের গেটে তালা লাগিয়ে দেন। অবরুদ্ধ পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে কনস্টেবল মেহেদী হাসান সৌরভ ও তমাল হোসেন রায়হান আহত হন। ডিবি পুলিশের ব্যবহৃত নোয়া গাড়ির (চট্ট মেট্রো চ ১১-৪০৩২) বাম দিকের গ্লাস ফেটে যায়। এ সময় ওই গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। পরে রাজনগর থানার ওসিকে বিষয়টি জানালে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে ইউপি সদস্য আব্দুল আজিজের সহযোগিতায় গেটের তালা খুলে অবরুদ্ধ ডিবি পুলিশকে বের করা হয়।
এদিকে ঘটনার পাঁচ দিন পর ইউপি চেয়ারম্যান রাহেল হোসেনসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ জনের নামে মামলা হয়েছে।
মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান রাহেল হোসেন বলেন, ‘ওই দিন ইউনিয়নে একটি সালিস চলছিল। সেখানে মানুষ বেশি থাকায় ডিবি পুলিশকে দেখে তারা উত্তেজিত হতে পারে ভেবে আমি চলে যেতে চাই। এ সময় পুলিশ সদস্যরা পেছন পেছন গেলে লোকজন উত্তেজিত হয়ে কী হয়েছে জানতে চান। কেউ ইউনিয়ন পরিষদের সম্পদের ক্ষতি যাতে করতে না পারে সে জন্য সব মানুষকে বাইরে বের করে একজন গ্রাম পুলিশ গেট তালাবদ্ধ করেন। পরে সেটি খুলে দেওয়া হয়। তারা চলে গেলে আমি ইউনিয়নে এসে জানতে পারি কোনো মারামারি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। মিথ্যা একটি মামলা দিয়ে আমার ইউনিয়নের অনেক নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে।’
পুলিশের জেলা গোয়েন্দা শাখার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, ‘ডিবি পুলিশের সদস্যরা সরকারি দায়িত্ব পালন করতে সেখানে গিয়েছিল। গেটে তালাবদ্ধ করে তাদের আটকে রাখা তো অপরাধ। এ ঘটনায় পেছন দিক থেকে ইটপাটকেলের আঘাতে আমাদের দুজন সদস্য আহত হয়েছেন। তাই মামলা করা হয়েছে।’
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদুল হাসান খান বলেন, ডিবি পুলিশের একজন বাদী হয়ে এ ঘটনায় মামলা করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেব।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে ইউনিয়ন পরিষদের গেট আটকে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় চেয়ারম্যানসহ ৪৭ জনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার পাঁচ দিন পর রাজনগর থানায় মঙ্গলবার (২৫ মার্চ) মামলাটি করেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই এ এইচ এম মাহমুদুর রহমান। হামলায় ডিবি পুলিশের দুই সদস্য আহত ও ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির গ্লাস ভাঙচুর করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০ মার্চ রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে সরকারবিরোধী বৈঠক করছেন, এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ইউনিয়ন পরিষদে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে চেয়ারম্যানসহ তার লোকজন স্লোগান দিয়ে ডিবি পুলিশের গাড়ি ভেতরে রেখে ইউনিয়ন পরিষদের গেটে তালা লাগিয়ে দেন। অবরুদ্ধ পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে কনস্টেবল মেহেদী হাসান সৌরভ ও তমাল হোসেন রায়হান আহত হন। ডিবি পুলিশের ব্যবহৃত নোয়া গাড়ির (চট্ট মেট্রো চ ১১-৪০৩২) বাম দিকের গ্লাস ফেটে যায়। এ সময় ওই গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। পরে রাজনগর থানার ওসিকে বিষয়টি জানালে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে ইউপি সদস্য আব্দুল আজিজের সহযোগিতায় গেটের তালা খুলে অবরুদ্ধ ডিবি পুলিশকে বের করা হয়।
এদিকে ঘটনার পাঁচ দিন পর ইউপি চেয়ারম্যান রাহেল হোসেনসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ জনের নামে মামলা হয়েছে।
মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান রাহেল হোসেন বলেন, ‘ওই দিন ইউনিয়নে একটি সালিস চলছিল। সেখানে মানুষ বেশি থাকায় ডিবি পুলিশকে দেখে তারা উত্তেজিত হতে পারে ভেবে আমি চলে যেতে চাই। এ সময় পুলিশ সদস্যরা পেছন পেছন গেলে লোকজন উত্তেজিত হয়ে কী হয়েছে জানতে চান। কেউ ইউনিয়ন পরিষদের সম্পদের ক্ষতি যাতে করতে না পারে সে জন্য সব মানুষকে বাইরে বের করে একজন গ্রাম পুলিশ গেট তালাবদ্ধ করেন। পরে সেটি খুলে দেওয়া হয়। তারা চলে গেলে আমি ইউনিয়নে এসে জানতে পারি কোনো মারামারি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। মিথ্যা একটি মামলা দিয়ে আমার ইউনিয়নের অনেক নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে।’
পুলিশের জেলা গোয়েন্দা শাখার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, ‘ডিবি পুলিশের সদস্যরা সরকারি দায়িত্ব পালন করতে সেখানে গিয়েছিল। গেটে তালাবদ্ধ করে তাদের আটকে রাখা তো অপরাধ। এ ঘটনায় পেছন দিক থেকে ইটপাটকেলের আঘাতে আমাদের দুজন সদস্য আহত হয়েছেন। তাই মামলা করা হয়েছে।’
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদুল হাসান খান বলেন, ডিবি পুলিশের একজন বাদী হয়ে এ ঘটনায় মামলা করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেব।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৩ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৩ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৪ ঘণ্টা আগে