Ajker Patrika

সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জকে বন্যাদুর্গত অঞ্চল ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জকে বন্যাদুর্গত অঞ্চল ঘোষণার দাবি

সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জকে বন্যাদুর্গত অঞ্চল ঘোষণার দাবি জানিয়েছে জালালাবাদ সংস্কৃতি ফোরাম। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।

জালালাবাদ সংস্কৃতি ফোরামের আহ্বায়ক জয়ন্ত কুমার দেব মাধব বলেন, ‘সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ। কৃষক হারাচ্ছে জমির ফসল, ব্যবসায়ী হারাচ্ছে ব্যবসার মূলধন। অকাতরে ভাসিয়ে নিচ্ছে মানুষের গরু-ছাগল, পশু পাখি, পুকুরের মাছ ও ঘর-বাড়ি। ঘরে নেই খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে নিমজ্জিত হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চলের মানুষ।’ 

সংগঠনটির সদস্যসচিব মো. ইমন খান বলেন, নারী, পুরুষ ও শিশুর খাবার ও বিশুদ্ধ পানির অভাবে দুর্গত অঞ্চলে হাহাকার ধ্বনি শোনা যাচ্ছে। বিশুদ্ধ পানির অভাবে নানারকম পানিবাহিত রোগ বেড়েই যাচ্ছে। চিকিৎসার অভাবে মানুষ দিন দিন মৃত্যুর মুখে ধাবিত হচ্ছে। যানবাহনের অভাবে সরকার প্রদত্ত ত্রাণ সামগ্রী বন্যায় কবলিত মানুষের দ্বার প্রান্তে পৌঁছানো যাচ্ছে না। বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের পাশা দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছাতে সরকার বাহাদুরসহ দেশের বৃত্তবান নাগরিকের প্রতি সাহায্যের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলাকে বন্যা দুর্গত অঞ্চল অনতিবিলম্বে ঘোষণা করতে সরকারের কাছে দাবি জানাচ্ছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত