Ajker Patrika

মধ্যনগরে চোরাইপথে আনা ২০০ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১০ 

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
মধ্যনগরে চোরাইপথে আনা ২০০ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১০ 

সুনামগঞ্জের মধ্যনগরে চোরাইপথে আনা ২০০ বস্তা (১০ হাজার কেজি) ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। 

চিনি জব্দ ও গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন। তিনি বলেন, ‘শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে এসব চিনি আনা হয়। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ১০ জনের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

গ্রেপ্তাররা হলেন উপজেলার আমানিপুর গ্রামের মো. জমির হোসেন (২৪) ও আতাবুর রহমান (১৯), সাউদপাড়া গ্রামের আনোয়ার হোসেন (২৪), দাতিয়া পাড়া গ্রামের জিয়াউর রহমান (২৪) ও মো. সাধীন মিয়া (২৩), কালগড় গ্রামের আব্দুর রাজ্জাক (২৪) ও রতন মিয়া (৩০), দাতিয়া পাড়া গ্রামের মো. রুবেল মিয়া (২৪), দক্ষিণ উড়া গ্রামের পরিতোষ তালুকদার (১৯) এবং তাহিরপুর উপজেলার কালাগাঁও গ্রামের হিরা মিয়া (২৮)। 

পুলিশ জানায়, ভারত থেকে অবৈধভাবে আনা চিনি পাচার করার খবর পেয়ে আজ ভোরে অভিযান চালিয়ে ছয়টি ট্রলিতে ৫০ কেজির ওজনের ২০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় ১০ জনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা চিনির বাজারমূল্য ৯ লাখ টাকা বলে পুলিশের ধারণা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত