শ্রীমঙ্গল ৫০ শয্যার হাসপাতাল
মাহিদুল ইসলাম, কমলগঞ্জ, মৌলভীবাজার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। প্রায় এক মাস ধরে বন্ধ অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচার।
এ ছাড়া অকেজো পড়ে রয়েছে এক্স-রে, আলট্রাসনোগ্রাফি ও ইসিজি মেশিন। এতে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না। প্রয়োজনীয় চিকিৎসক নেই, কারিগরি সমস্যা লেগেই থাকে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বলেছে, হাসপাতালে জুনিয়র কনসালট্যান্ট (বিষয়হীন) ছয়জন থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র একজন। মেডিকেল অফিসার/সহকারী সার্জন সাতজনের জায়গায় আছেন একজন। সিনিয়র স্টাফ নার্স পদ শূন্য সাতটি, ফার্মাসিস্ট পদ শূন্য একটি, মেডিকেল টেকনোলজিস্ট (এসআই) পদ শূন্য একটি, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) পদ শূন্য একটি। এ ছাড়া হাসপাতালে পরিসংখ্যানবিদ একটি পদ শূন্য, কার্ডিওগ্রাফার পদ শূন্য একটি, কম্পিউটার অপারেটর পদ শূন্য একটি, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর পদ শূন্য একটি, স্বাস্থ্য সহকারী পদ শূন্য চারটি, হেলথ এডুকেটর পদ শূন্য একটি, অফিস সহায়ক পদ শূন্য দুটি, ওয়ার্ড বয় পদ শূন্য দুটি, আয়া পদ শূন্য একটি, বাবুর্চি পদ শূন্য একটি এবং পরিচ্ছন্নতা কর্মী পদ শূন্য রয়েছে তিনটি। চিকিৎসক-সংকটের কারণে উপজেলার চারটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের চারজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে দিয়ে ইমার্জেন্সি ডিউটি করানো হয়। এতে ব্যাহত হচ্ছে তৃণমূলের স্বাস্থ্যসেবাও।
খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতালের নারী, শিশু ও পুরুষ ওয়ার্ডের কোনো শয্যা খালি নেই। তবে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় হাসপাতালের চিকিৎসকদের চেম্বারের বাইরে রোগীদের দীর্ঘ লাইন লেগে থাকে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিবর্তে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন রোগীদের। গাইনি চিকিৎসক না থাকায় অন্তঃসত্ত্বা নারীরা সেবা নিতে এসে ঘুরে যান।
হাসপাতালে ভর্তি কয়েকজন রোগী বলেন, শ্রীমঙ্গলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নেই বললে চলে। মাঝেমধ্যে নার্স এলেও চিকিৎসকের দেখা মেলে কম। বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে থাকতে হয়। টয়লেটের অবস্থা খুব খারাপ। সুস্থ মানুষ এই হাসপাতালে এলে অসুস্থ হয়ে যাবে। আবুল হাসনাত নামের একজন বলেন, ‘আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। এখানে এসে জানলাম, গাইনি ডাক্তার নেই। আমরা গরিব মানুষ, প্রাইভেটে ডাক্তার দেখানোর টাকা নেই।’
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একাধিক স্টাফ বলেন, ‘প্রায় তিন সপ্তাহ ধরে গাইনি চিকিৎসক নেই হাসপাতালে। সার্জন ও গাইনি চিকিৎসক না থাকায় অন্তঃসত্ত্বা নারীরা এসে ঘুরে যান। এটা আমাদেরও খারাপ লাগে। চিকিৎসক ও নার্সের সংখ্যা রোগীর তুলনায় কম হওয়ায় খুব চাপের মধ্যে আছি।’
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিনথিয়া তাসমিন বলেন, ‘৫০ শয্যার হাসপাতাল হলেও পর্যাপ্ত জনবল না থাকায় প্রচুর চাপ যাচ্ছে। এভাবে একটা হাসপাতাল চালানো অনেক কষ্টের। এখানে জেনারেটর থাকলেও তেল বরাদ্দ না থাকায় বিদ্যুৎ চলে গেলে সমস্যায় পড়তে হয়। জনবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছি।’
মৌলভীবাজারের সিভিল সার্জন মো. মামুনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শুধু শ্রীমঙ্গল নয়, প্রতিটি হাসপাতালে চিকিৎসক-সংকট রয়েছে। সংশ্লিষ্ট সার্জন ছুটিতে থাকায় শ্রীমঙ্গলে অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। তিনি ছুটিতে থেকে আবার ছুটি চেয়েছেন, এটা কাম্য নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েক দফা চিঠি দিয়েছি প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল বাড়ানোর জন্য। এই অল্প জনবল দিয়ে সেবা দেওয়া অনেক কঠিন।’
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। প্রায় এক মাস ধরে বন্ধ অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচার।
এ ছাড়া অকেজো পড়ে রয়েছে এক্স-রে, আলট্রাসনোগ্রাফি ও ইসিজি মেশিন। এতে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না। প্রয়োজনীয় চিকিৎসক নেই, কারিগরি সমস্যা লেগেই থাকে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বলেছে, হাসপাতালে জুনিয়র কনসালট্যান্ট (বিষয়হীন) ছয়জন থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র একজন। মেডিকেল অফিসার/সহকারী সার্জন সাতজনের জায়গায় আছেন একজন। সিনিয়র স্টাফ নার্স পদ শূন্য সাতটি, ফার্মাসিস্ট পদ শূন্য একটি, মেডিকেল টেকনোলজিস্ট (এসআই) পদ শূন্য একটি, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) পদ শূন্য একটি। এ ছাড়া হাসপাতালে পরিসংখ্যানবিদ একটি পদ শূন্য, কার্ডিওগ্রাফার পদ শূন্য একটি, কম্পিউটার অপারেটর পদ শূন্য একটি, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর পদ শূন্য একটি, স্বাস্থ্য সহকারী পদ শূন্য চারটি, হেলথ এডুকেটর পদ শূন্য একটি, অফিস সহায়ক পদ শূন্য দুটি, ওয়ার্ড বয় পদ শূন্য দুটি, আয়া পদ শূন্য একটি, বাবুর্চি পদ শূন্য একটি এবং পরিচ্ছন্নতা কর্মী পদ শূন্য রয়েছে তিনটি। চিকিৎসক-সংকটের কারণে উপজেলার চারটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের চারজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে দিয়ে ইমার্জেন্সি ডিউটি করানো হয়। এতে ব্যাহত হচ্ছে তৃণমূলের স্বাস্থ্যসেবাও।
খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতালের নারী, শিশু ও পুরুষ ওয়ার্ডের কোনো শয্যা খালি নেই। তবে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় হাসপাতালের চিকিৎসকদের চেম্বারের বাইরে রোগীদের দীর্ঘ লাইন লেগে থাকে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিবর্তে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন রোগীদের। গাইনি চিকিৎসক না থাকায় অন্তঃসত্ত্বা নারীরা সেবা নিতে এসে ঘুরে যান।
হাসপাতালে ভর্তি কয়েকজন রোগী বলেন, শ্রীমঙ্গলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নেই বললে চলে। মাঝেমধ্যে নার্স এলেও চিকিৎসকের দেখা মেলে কম। বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে থাকতে হয়। টয়লেটের অবস্থা খুব খারাপ। সুস্থ মানুষ এই হাসপাতালে এলে অসুস্থ হয়ে যাবে। আবুল হাসনাত নামের একজন বলেন, ‘আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। এখানে এসে জানলাম, গাইনি ডাক্তার নেই। আমরা গরিব মানুষ, প্রাইভেটে ডাক্তার দেখানোর টাকা নেই।’
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একাধিক স্টাফ বলেন, ‘প্রায় তিন সপ্তাহ ধরে গাইনি চিকিৎসক নেই হাসপাতালে। সার্জন ও গাইনি চিকিৎসক না থাকায় অন্তঃসত্ত্বা নারীরা এসে ঘুরে যান। এটা আমাদেরও খারাপ লাগে। চিকিৎসক ও নার্সের সংখ্যা রোগীর তুলনায় কম হওয়ায় খুব চাপের মধ্যে আছি।’
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিনথিয়া তাসমিন বলেন, ‘৫০ শয্যার হাসপাতাল হলেও পর্যাপ্ত জনবল না থাকায় প্রচুর চাপ যাচ্ছে। এভাবে একটা হাসপাতাল চালানো অনেক কষ্টের। এখানে জেনারেটর থাকলেও তেল বরাদ্দ না থাকায় বিদ্যুৎ চলে গেলে সমস্যায় পড়তে হয়। জনবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছি।’
মৌলভীবাজারের সিভিল সার্জন মো. মামুনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শুধু শ্রীমঙ্গল নয়, প্রতিটি হাসপাতালে চিকিৎসক-সংকট রয়েছে। সংশ্লিষ্ট সার্জন ছুটিতে থাকায় শ্রীমঙ্গলে অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। তিনি ছুটিতে থেকে আবার ছুটি চেয়েছেন, এটা কাম্য নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েক দফা চিঠি দিয়েছি প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল বাড়ানোর জন্য। এই অল্প জনবল দিয়ে সেবা দেওয়া অনেক কঠিন।’
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১২ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৪০ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
১ ঘণ্টা আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
১ ঘণ্টা আগে