Ajker Patrika

নিউইয়র্ক পুলিশের সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন সিলেটের বিলাল উদ্দীন

প্রতিনিধি, বিয়ানীবাজার (সিলেট)
নিউইয়র্ক পুলিশের সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন সিলেটের বিলাল উদ্দীন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডিতে) সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন সিলেটের বিয়ানীবাজার থানার সন্তান বিলাল উদ্দীন। গত ৩ সেপ্টেম্বর প্রায় তিন শতাধিক পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে তিনি এ পদোন্নতি পান। শুক্রবার সকালে নিউইয়র্কের কুইন্সে অবস্থিত পুলিশ একাডেমিতে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে পদোন্নতির সনদ তুলে দেন বর্তমান পুলিশ কমিশনার ডারমট শিয়া। 

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপার) অন্যতম সদস্য এস. এম. হক জানান, সার্জেন্ট বিলাল উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া (নয়াগাউ) গ্রামের মরহুম সিরাজ উদ্দিন ও শামসুন্নাহারের ৫ম সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। ১৯৯৪ সালে অষ্টম শ্রেণিতে বিয়ানীবাজার উপজেলা থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। এ ছাড়া তিনি ১৯৯৭ সালে বিয়ানীবাজারের বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয় থেকে ৬ বিষয়ে লেটার মার্কসহ স্টার পেয়ে এসএসসি এবং ১৯৯৯ সালে এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে তিনি ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে গ্র্যাজুয়েশন করে ২০০৪ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। 

সার্জেন্ট বিলাল উদ্দীন ২০১১ সালে নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগ দেওয়ার আগে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক থেকে ফলিত গণিতের ওপর দ্বিতীয় স্নাতক পাশ করেন। সার্জেন্ট হিসেবে পদোন্নতি পাওয়ার আগে গত ৯ বছর ধরে তিনি ম্যানহাটনে দুর্নীতি দমন বিভাগে পুলিশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

দুই ছেলেমেয়ে এবং স্ত্রী ফৌজিয়া বেগমকে নিয়ে ব্রংক্সে বসবাস করেন বিলাল উদ্দীন। পদোন্নতি পাওয়ার পর নিউইয়র্ক সিটির প্রাণকেন্দ্র ম্যানহাটনে সন্ত্রাস দমন বিভাগে কাজ করবেন বলে জানান বিলাল উদ্দীন। এই সাফল্যের জন্য বাবা-মা, সহধর্মিণী ও ভাই-বোনদের অবদানের পাশাপাশি সহকর্মী ডিটেকটিভ ইকবাল হোসেনকে অনুপ্রেরণার উৎস বলে মনে করেন তিনি। 

প্রসঙ্গত, বর্তমানে এনওয়াইপিডির (নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট) সদস্য সংখ্যা প্রায় ৩৬ হাজার। নিয়মিত বাহিনীতে প্রায় চার শতাধিক বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে ৩ জন ক্যাপ্টেন, ১১ জন লেফটেন্যান্ট, ৩৫ জন সার্জেন্ট এবং ১২ জন ডিটেকটিভ রয়েছেন। এ ছাড়া নিউইয়র্ক সিটিতে পুলিশ বিভাগের অধীনে প্রায় সাত শতাধিক ট্রাফিক পুলিশ, স্কুল সেফটি এজেন্ট, পুলিশ কমিউনিকেশন টেকনিশিয়ান, স্কুল ক্রসিং গার্ডসহ বিভাগের অন্যান্য ইউনিটে মোট হাজারের বেশি বাংলাদেশি অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত