Ajker Patrika

শ্রীমঙ্গলে অস্থায়ী চা-শ্রমিকদের মজুরি কম দেওয়ার প্রতিবাদে সমাবেশ

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২২: ৩৬
অস্থায়ী চা-শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
অস্থায়ী চা-শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানে কর্মরত অস্থায়ী শ্রমিকদের মজুরি কম দেওয়ার প্রতিবাদে সমাবেশ করেছেন শ্রমিকেরা।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার খেজুরী ছড়া চা-বাগানের চা-কারখানার সামনে খেজুরী ছড়া ও ফুসকুড়ি চা-বাগানের অস্থায়ী শ্রমিকেরা একত্রিত হয়ে স্থায়ী শ্রমিকদের মতো তাঁদেরও মজুরি প্রদানের দাবি জানান। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

অস্থায়ী চা-শ্রমিকেরা বলেন, ‘আমরা অস্থায়ী শ্রমিকেরা চা-বাগানের অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আমরা স্থায়ী শ্রমিকদের মতো করেই কাজ করি। কিন্তু স্থায়ী শ্রমিকেরা দৈনিক ১৮৭ টাকা মজুরি পেলেও আমরা অস্থায়ী শ্রমিকেরা ১২০ টাকা মজুরি পাই। অনেক সময় প্রতিদিন আমাদের কাজেও নেওয়া হয় না। আমরা রেশন-সুবিধাও পাই না। ১২০ টাকা দিয়ে সংসার চালানো অনেক কঠিন। এ জন্য আমরা আজ মজুরি বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করছি।’

অস্থায়ী চা-শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
অস্থায়ী চা-শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

মালিকপক্ষের সংগঠন বাংলাদেশ চা সংসদের সিলেট বিভাগে দায়িত্বরত একজন প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘অস্থায়ী শ্রমিকেরা কাজ কম করেন, এ জন্য মজুরিও কম দেওয়া হয়। বেশির ভাগ অস্থায়ী শ্রমিক ৪ ঘণ্টা কাজ করেন। তাঁদের চুক্তি অনুযায়ী মজুরি দেওয়া হয়।’

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, ‘আমাদের চুক্তিতে আছে সমান কাজ করলে স্থায়ী-অস্থায়ী শ্রমিকেরা সমান মজুরি পাবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত