সিলেট প্রতিনিধি
সিলেটে আরও তিনটি অস্থায়ী কেন্দ্রে মিলছে ফাইজারের টিকা। করোনা টিকার জন্য নিবন্ধিতদের চাপ কমাতে ওসমানী হাসপাতাল ও পুলিশ লাইন কেন্দ্রের পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে এ তিনটি অস্থায়ী কেন্দ্র চালু করেছে সিসিকের স্বাস্থ্য বিভাগ।
জানা যায়, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপনের দক্ষিণ সুরমা কদমতলীস্থ কার্যালয়, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের টিলাগড়স্থ কার্যালয় ও ১১ নম্বর ওয়ার্ডের রকিবুল ইসলাম ঝলকের কার্যালয়ে টিকা দেওয়া হচ্ছে। এসব অস্থায়ী টিকাকেন্দ্রে শুধু টিকার জন্য নিবন্ধিতরাই ফাইজারের প্রথম ডোজ নিতে পারবেন। এ ছাড়া নতুন করে নিবন্ধন করে যে কেউ এসব অস্থায়ী কেন্দ্রে ফাইজারের টিকা নিতে পারবেন।
নগরীতে ৪ লাখ ২৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ২০ হাজার জন। তাঁদের মধ্যে কিছু মানুষ নিবন্ধন করে এসএমএস পেয়েও টিকা নেওয়া থেকে বিরত রয়েছেন। তাঁদের টিকার আওতায় নিয়ে আসতে অক্টোবর মাসে কয়েক দিন প্রথম ডোজের এসএমএস বন্ধ রেখে পুরোনো এসএমএসপ্রাপ্তদের প্রথম ডোজ গ্রহণের সুযোগ দেওয়া হয়। এ সময়ে বিপুলসংখ্যক পুরোনো নিবন্ধিত ও এসএমএসপ্রাপ্ত মানুষ প্রথম ডোজ গ্রহণ করেন। অপরদিকে, বর্তমানে নগরীতে প্রায় ১০ হাজার নিবন্ধিত রয়েছেন, যাঁরা প্রথম ডোজ গ্রহণ করেননি।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ওসমানী হাসপাতাল কেন্দ্রে ভিড় কমাতে এবং কম সময়ে বেশিসংখ্যক মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে প্রথম অবস্থায় তিনটি ওয়ার্ড দিয়ে ফাইজারের টিকার প্রথম ডোজ প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। সিসিকের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রতিদিন প্রথম ডোজের জন্য ২ হাজার ও দ্বিতীয় ডোজের জন্য ২ হাজার জনকে এসএমএস দেওয়া হয়। তাঁদের মধ্যে দুই ডোজ মিলিয়ে প্রতিদিন গড়ে ৫ হাজার মানুষ টিকা গ্রহণ করছেন।
স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, মানুষের চাহিদা ও আগ্রহ বিবেচনায় আমরা সময় নির্ধারণ করব। কোন ওয়ার্ডে কত দিন টিকা কার্যক্রম চলবে, তা নিবন্ধিতের সংখ্যার ওপর নির্ভর করবে। তবে পর্যায়ক্রমে নগরীর সব কটি ওয়ার্ডেই এমন উদ্যোগ নেওয়া হবে।
পুলিশ লাইনস হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রিত কেন্দ্র না থাকায় এই কেন্দ্রে নিবন্ধিতরা ওসমানী হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে যান। ফলে ওসমানী হাসপাতাল কেন্দ্রে টিকা গ্রহণকারীদের ভিড় বেড়ে চলেছে। এই ভিড় কমাতেই এবার ওয়ার্ড পর্যায়ে ফাইজারের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে নগরীর একমাত্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ফাইজারের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে। পুলিশ লাইনস হাসপাতাল কেন্দ্রে চলছে সিনোফার্মের দ্বিতীয় ডোজের কার্যক্রম। এ ছাড়া নগর ভবনস্থ অস্থায়ী কেন্দ্রে সিনোফার্ম, কোভিশিল্ডে মডার্নার দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম অব্যাহত আছে।
সিলেটে আরও তিনটি অস্থায়ী কেন্দ্রে মিলছে ফাইজারের টিকা। করোনা টিকার জন্য নিবন্ধিতদের চাপ কমাতে ওসমানী হাসপাতাল ও পুলিশ লাইন কেন্দ্রের পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে এ তিনটি অস্থায়ী কেন্দ্র চালু করেছে সিসিকের স্বাস্থ্য বিভাগ।
জানা যায়, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপনের দক্ষিণ সুরমা কদমতলীস্থ কার্যালয়, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের টিলাগড়স্থ কার্যালয় ও ১১ নম্বর ওয়ার্ডের রকিবুল ইসলাম ঝলকের কার্যালয়ে টিকা দেওয়া হচ্ছে। এসব অস্থায়ী টিকাকেন্দ্রে শুধু টিকার জন্য নিবন্ধিতরাই ফাইজারের প্রথম ডোজ নিতে পারবেন। এ ছাড়া নতুন করে নিবন্ধন করে যে কেউ এসব অস্থায়ী কেন্দ্রে ফাইজারের টিকা নিতে পারবেন।
নগরীতে ৪ লাখ ২৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ২০ হাজার জন। তাঁদের মধ্যে কিছু মানুষ নিবন্ধন করে এসএমএস পেয়েও টিকা নেওয়া থেকে বিরত রয়েছেন। তাঁদের টিকার আওতায় নিয়ে আসতে অক্টোবর মাসে কয়েক দিন প্রথম ডোজের এসএমএস বন্ধ রেখে পুরোনো এসএমএসপ্রাপ্তদের প্রথম ডোজ গ্রহণের সুযোগ দেওয়া হয়। এ সময়ে বিপুলসংখ্যক পুরোনো নিবন্ধিত ও এসএমএসপ্রাপ্ত মানুষ প্রথম ডোজ গ্রহণ করেন। অপরদিকে, বর্তমানে নগরীতে প্রায় ১০ হাজার নিবন্ধিত রয়েছেন, যাঁরা প্রথম ডোজ গ্রহণ করেননি।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ওসমানী হাসপাতাল কেন্দ্রে ভিড় কমাতে এবং কম সময়ে বেশিসংখ্যক মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে প্রথম অবস্থায় তিনটি ওয়ার্ড দিয়ে ফাইজারের টিকার প্রথম ডোজ প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। সিসিকের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রতিদিন প্রথম ডোজের জন্য ২ হাজার ও দ্বিতীয় ডোজের জন্য ২ হাজার জনকে এসএমএস দেওয়া হয়। তাঁদের মধ্যে দুই ডোজ মিলিয়ে প্রতিদিন গড়ে ৫ হাজার মানুষ টিকা গ্রহণ করছেন।
স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, মানুষের চাহিদা ও আগ্রহ বিবেচনায় আমরা সময় নির্ধারণ করব। কোন ওয়ার্ডে কত দিন টিকা কার্যক্রম চলবে, তা নিবন্ধিতের সংখ্যার ওপর নির্ভর করবে। তবে পর্যায়ক্রমে নগরীর সব কটি ওয়ার্ডেই এমন উদ্যোগ নেওয়া হবে।
পুলিশ লাইনস হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রিত কেন্দ্র না থাকায় এই কেন্দ্রে নিবন্ধিতরা ওসমানী হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে যান। ফলে ওসমানী হাসপাতাল কেন্দ্রে টিকা গ্রহণকারীদের ভিড় বেড়ে চলেছে। এই ভিড় কমাতেই এবার ওয়ার্ড পর্যায়ে ফাইজারের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে নগরীর একমাত্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ফাইজারের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে। পুলিশ লাইনস হাসপাতাল কেন্দ্রে চলছে সিনোফার্মের দ্বিতীয় ডোজের কার্যক্রম। এ ছাড়া নগর ভবনস্থ অস্থায়ী কেন্দ্রে সিনোফার্ম, কোভিশিল্ডে মডার্নার দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম অব্যাহত আছে।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
৫ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
১৩ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
১৬ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৪২ মিনিট আগে