Ajker Patrika

অস্ত্রোপচার নার্স দিয়ে, জরিমানা ৫০ হাজার

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১১: ৪৯
অস্ত্রোপচার নার্স দিয়ে, জরিমানা ৫০ হাজার

হবিগঞ্জ শহরের পপুলার জেনারেল হাসপাতালে নার্স দিয়ে চলছিল সিজারিয়ান অস্ত্রোপচার। গতকাল বৃহস্পতিবার শহরের পৌর বাস টার্মিনাল এলাকার ওই হাসপাতালে অভিযানকালে বিষয়টি টের পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে ৫০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা সিভিল সার্জনের কার্যালয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরে নিয়মিত তদারকের অংশ হিসেবে সিভিল সার্জন মোহাম্মদ নূরুল হকের নেতৃত্বে বেসরকারি হাসপাতালটিতে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, কোনো চিকিৎসক ছাড়াই নার্সের মাধ্যমে এক প্রসূতির সিজারিয়ান অস্ত্রোপচার চলছিল। পরে সদর হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন এনে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

সিভিল সার্জন জানান, নিবন্ধন না থাকা এবং চিকিৎসক ছাড়া অস্ত্রোপচারের দায়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তারেক আজিজ খানকে সাত দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া অভিযানে নিবন্ধন না থাকায় অ্যাপোলো হাসপাতাল নামের শহরের আরেকটি বেসরকারি প্রতিষ্ঠান তালাবদ্ধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত