Ajker Patrika

১৩১ দিন পর মুক্তি পেলেন সেই প্রীতম

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ২০: ১৯
১৩১ দিন পর মুক্তি পেলেন সেই প্রীতম

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ১৩১ দিন জেলহাজতে থাকার পর মুক্তি পেয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রীতম দাশ।

গতকাল বুধবার বিকেলে মৌলভীবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা দিদারুল ভূইয়া আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে জানান, ছয়বার প্রীতমের জামিন আবেদন নাকচ হওয়ার পর সপ্তমবারে হাইকোর্ট থেকে তিনি জামিন পেয়েছেন।

গত বছরের ৪ সেপ্টেম্বর শ্রীমঙ্গলের ছাত্রলীগ কর্মী মাহবুব আলম ভূঁইয়া বাদী হয়ে প্রীতমের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। তিনি মামলায় অভিযোগ করেন, প্রীতম তাঁর ফেসবুক আইডি ব্যবহার করে দীর্ঘদিন যাবত রাষ্ট্র ও ইসলামবিরোধী পোস্ট করে আসছেন, যার কারণে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও ধর্মীয় উত্তেজনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যে জনমনে বিভ্রান্তি ছড়ানোর জন্যই তিনি এসব পোস্ট করেন।

এদিকে, গত বছরেরই ৮ জুলাই পাকিস্তানি লেখক সাদাত হোসেন মান্টোর একটি উক্তি ফেসবুকে পোস্ট করেন প্রীতম দাশ। এর ঠিক আগের দিন ৭ জুলাই একটি অনলাইন সংবাদমাধ্যমে ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ‘নও পাকিস্তানি নও বাংলাদেশ’ শিরোনামের একটি লেখায় পাকিস্তানের দুর্দশার বর্ণনা করতে গিয়ে মান্টোর ওই উদ্ধৃতি ব্যবহার করেন।

আগস্টের শেষ দিকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের ব্যানারে চা শ্রমিকদের সংহতি জানিয়ে কর্মসূচি পালনের পর প্রীতমের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত