জামাল মিয়া, বিশ্বনাথ (সিলেট)
প্রায় ১৮ বছরেও সংস্কার হয়নি বিশ্বনাথ দশপাইকা রোডের প্রায় এক কিলোমিটার সড়ক। গাছতলা থেকে পুরানগাঁও পর্যন্ত এক কিলোমিটার সড়কটি দিয়ে যানবাহন চলাতো দূরে থাক পায়ে হেঁটে চলাচল করাও মুশকিল। পুনরাগাঁও, বিশঘর, হাসনাজি, ধনপুরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষের জেলা ও উপজেলায় আসা-যাওয়ার একমাত্র সড়ক এটি। এলাকাবাসির পক্ষ থেকে মানববন্ধনসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেও কোন ফল পাওয়া যায়নি।
এলাকাবাসী স্থানীয় এমপি মোকাব্বির খান, উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যানকে রাস্তাটি মেরামতের জন্য অনুরোধ করা সত্ত্বেও কাজ হয়নি।
সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদিন বলেন, আমাদের এই সড়কটি ১৮ বছরেও সংস্কার হয়নি। মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। এর বিকল্প রাস্তাও নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি দ্রুত যেন রাস্তাটি সংস্কার করা হয়। এতে এলাকার মানুষ খুবই উপকৃত হবে।
পুরানগাওঁ গ্রামের শফিকুল ইসলাম সফিক বলেন, বর্তমানে পুরানগাঁও, বিশঘর, আনরপুর কল্যাণপুর এই কয়েকটি গ্রাম পৌরসভার অন্তর্ভুক্ত হলেও এই এলাকায় তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। ভুক্তভোগী গ্রামগুলোর বাসিন্দাদের কয়েক কিলোমিটার কাদা পানি ভেঙে পথ চলতে হচ্ছে প্রতিনিয়ত। বয়স্কদেরও কষ্ট করে পায়ে হেঁটে বিশ্বনাথ উপজেলা সদরে যেতে হচ্ছে।
অটোরিকশা চালক আমির আলী বলেন, সড়ক সংস্কার না করায় ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। জরুরি ভিত্তিতে সড়ক সংস্কার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদের সঙ্গে বারবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয় এমপি মোকাব্বির খান বলেন, ভাঙা সড়ক সংস্কার, কাচা রাস্তা পাকা করণ ও গুরুত্বপূর্ণ বেশ কয়েটি ব্রিজ কাজ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
প্রায় ১৮ বছরেও সংস্কার হয়নি বিশ্বনাথ দশপাইকা রোডের প্রায় এক কিলোমিটার সড়ক। গাছতলা থেকে পুরানগাঁও পর্যন্ত এক কিলোমিটার সড়কটি দিয়ে যানবাহন চলাতো দূরে থাক পায়ে হেঁটে চলাচল করাও মুশকিল। পুনরাগাঁও, বিশঘর, হাসনাজি, ধনপুরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষের জেলা ও উপজেলায় আসা-যাওয়ার একমাত্র সড়ক এটি। এলাকাবাসির পক্ষ থেকে মানববন্ধনসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেও কোন ফল পাওয়া যায়নি।
এলাকাবাসী স্থানীয় এমপি মোকাব্বির খান, উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যানকে রাস্তাটি মেরামতের জন্য অনুরোধ করা সত্ত্বেও কাজ হয়নি।
সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদিন বলেন, আমাদের এই সড়কটি ১৮ বছরেও সংস্কার হয়নি। মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। এর বিকল্প রাস্তাও নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি দ্রুত যেন রাস্তাটি সংস্কার করা হয়। এতে এলাকার মানুষ খুবই উপকৃত হবে।
পুরানগাওঁ গ্রামের শফিকুল ইসলাম সফিক বলেন, বর্তমানে পুরানগাঁও, বিশঘর, আনরপুর কল্যাণপুর এই কয়েকটি গ্রাম পৌরসভার অন্তর্ভুক্ত হলেও এই এলাকায় তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। ভুক্তভোগী গ্রামগুলোর বাসিন্দাদের কয়েক কিলোমিটার কাদা পানি ভেঙে পথ চলতে হচ্ছে প্রতিনিয়ত। বয়স্কদেরও কষ্ট করে পায়ে হেঁটে বিশ্বনাথ উপজেলা সদরে যেতে হচ্ছে।
অটোরিকশা চালক আমির আলী বলেন, সড়ক সংস্কার না করায় ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। জরুরি ভিত্তিতে সড়ক সংস্কার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদের সঙ্গে বারবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয় এমপি মোকাব্বির খান বলেন, ভাঙা সড়ক সংস্কার, কাচা রাস্তা পাকা করণ ও গুরুত্বপূর্ণ বেশ কয়েটি ব্রিজ কাজ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
রাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৬ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
৭ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
২১ মিনিট আগেরাজধানীর গুলিস্তান কাপ্তানবাজার এলাকায় বাসচাপায় অজ্ঞাতনামা (৪০) এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে কাপ্তানবাজার মুরগিপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে