Ajker Patrika

সিলেটে আগামীতেও দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা করবে জাতিসংঘ

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১১: ৫৭
সিলেটে আগামীতেও দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা করবে জাতিসংঘ

সিলেটে সাম্প্রতিককালে ভয়াবহ বন্যায় জাতিসংঘের পক্ষ থেকে যেভাবে সহায়তা করা হয়েছিল, এমন যেকোনো দুর্যোগ মোকাবিলায় পাশে থাকবে সংস্থাটি। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে এক বৈঠকে এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধিদল। বৈঠকে জাতিসংঘের মানবিকবিষয়ক কর্মকর্তা ও অন্তর্বর্তী উপদেষ্টা আলেয়া ভালদেস তাঁর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। 

বৈঠক সম্পর্কে জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, ‘বিগত বন্যায় সিলেটে জাতিসংঘের পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। এ জন্য বৈঠকে তাঁদের ধন্যবাদ জানানো হয়।’ 

জেলা প্রশাসক আরও বলেন, জাতিসংঘ প্রতিনিধিদল একমত হয়েছে যে, ভবিষ্যতেও যদি এ রকম বন্যা বা কোনো দুর্যোগ আসে, তা মোকাবিলায় সহায়তা করার জন্য জাতিসংঘের পূর্ব প্রস্তুতি রয়েছে।’ 

সভায় জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনওয়ার সাদত, জাতিসংঘের মানবিক বিশেষজ্ঞ মো. কাজী শাহিদুর রহমান প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত