Ajker Patrika

‘কোটি টাকায় ইজারা নিয়েছি, হাট কেন বন্ধ রাখবো?’

প্রতিনিধি, রাজনগর (মৌলভীবাজার)
‘কোটি টাকায় ইজারা নিয়েছি, হাট কেন বন্ধ রাখবো?’

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যে গরুর হাট বসানোয় অভিযান চালিয়ে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ রোববার জেলার রাজনগর উপজেলার টেংরাবাজারে এ সাপ্তাহিক পশুর হাট বসেছিল। খবর পেয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজিবি সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে হাটটি ভেঙে দেন। সেই সঙ্গে হাটে স্বাস্থ্যবিধি না মানায় তিন জনকে বিভিন্ন অঙ্কে জরিমানাও করেন।

জানা যায়, উপজেলার টেংরাবাজারে প্রতি রোববার পশুর হাট বসে। বিধিনিষেধের মধ্যেও সেখানে নিয়মিত পশুর হাট বসছিল। আজ সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন হাটে অভিযান চালান। প্রশাসনের অভিযানের সময় হাটের ক্রেতা–বিক্রেতা এদিক-ওদিক পালাতে থাকেন।

RajnagarPoshurHat2হাটটির ইজারাদার জহিরুল ইসলাম হাট বসানোর দায় স্বীকার করে বলেন, আমি এক বছরের জন্য ১ কোটি ৪ লাখ টাকায় হাট ইজারা নিয়েছি। সরকার লিখিতভাবে হাট বন্ধ করার জন্য আমাকে কোনো নোটিশ করেনি। তাহলে কেন হাট বন্ধ রাখবো? লিখিত নির্দেশ ছাড়া হাট বন্ধ করে আমার প্রতি অবিচার করা হয়েছে বলে আমি মনে করি।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, খবর পেয়ে বিজিবি নিয়ে ওই হাটে অভিযান চালিয়ে ছত্রভঙ্গ করে দিই। সরকারের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত হাট যাতে না বসে সে বিষয়ে হাট কর্তৃপক্ষকে সাবধান করে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পাল বলেন, লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা অব্যাহত আছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত