শাবিপ্রবি প্রতিনিধি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের একজন মুখপাত্র সাদিয়া আফরিন।
আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের অনশনরত ভাইবোনেরা যখন অনশনে কষ্ট করছে, আর ভিসি ওদিকে আরাম-আয়েশে দিন কাটাচ্ছেন। এটা আমরা মেনে নিতে পারছি না। আমাদের আন্দোলনের অংশ হিসেবে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’
এদিকে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বাসভবন-সংলগ্ন অতিথি ভবন ও টিচার্স ডরমিটরির বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।
এর আগে আজ রোববার বিকেল থেকে উপাচার্যের বাসভবন ঘেরাও করে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ঘোষণা দেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া উপাচার্যের বাসভবনের ভেতরে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না।
এ বাসভবন ঘেরাও কর্মসূচি শুরু করার পর শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, এতে তাঁদের বাধ্য করা হচ্ছে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে। আরও বলা হয়, উপাচার্যের বাসভবনে কেবল পুলিশ ছাড়া কেউ ঢুকতে পারবে না। ভবিষ্যতে তাঁরা ভিসির বাসভবনের অন্যান্য জরুরি পরিষেবা বন্ধ করতে বাধ্য হবেন।
এরই অংশ হিসেবে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের একজন মুখপাত্র সাদিয়া আফরিন।
আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের অনশনরত ভাইবোনেরা যখন অনশনে কষ্ট করছে, আর ভিসি ওদিকে আরাম-আয়েশে দিন কাটাচ্ছেন। এটা আমরা মেনে নিতে পারছি না। আমাদের আন্দোলনের অংশ হিসেবে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’
এদিকে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বাসভবন-সংলগ্ন অতিথি ভবন ও টিচার্স ডরমিটরির বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।
এর আগে আজ রোববার বিকেল থেকে উপাচার্যের বাসভবন ঘেরাও করে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ঘোষণা দেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া উপাচার্যের বাসভবনের ভেতরে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না।
এ বাসভবন ঘেরাও কর্মসূচি শুরু করার পর শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, এতে তাঁদের বাধ্য করা হচ্ছে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে। আরও বলা হয়, উপাচার্যের বাসভবনে কেবল পুলিশ ছাড়া কেউ ঢুকতে পারবে না। ভবিষ্যতে তাঁরা ভিসির বাসভবনের অন্যান্য জরুরি পরিষেবা বন্ধ করতে বাধ্য হবেন।
এরই অংশ হিসেবে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।
নারীবিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন দেশের ১১০ জন নাগরিক। সোমবার (১২ মে) বিকেলে গণমাধ্যমে এই যৌথ বিবৃতি পাঠানো হয়েছে। ১১০ জন নাগরিকের পক্ষ থেকে বিবৃতিটি পাঠিয়েছেন প্রকাশনা ও থিয়েটারকর্মী নাজিফা তাসনিম খানম তিশা।
৩ ঘণ্টা আগেআওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে মমতাজকে স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেরাজধানীর উত্তরখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মো. ওমর আলীকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরখানের মধ্যপাড়া এলাকা থেকে আজ সোমবার (১২ মে) রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
৩ ঘণ্টা আগেরাজধানীর কমলাপুরের একটি বাসায় আরাফাত (১৮) নামের নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে সহপাঠীরা জানায়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র আরাফাত।
৪ ঘণ্টা আগে