Ajker Patrika

শাবিপ্রবির উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন 

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ২২: ১৪
শাবিপ্রবির উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন 

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের একজন মুখপাত্র সাদিয়া আফরিন। 

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের অনশনরত ভাইবোনেরা যখন অনশনে কষ্ট করছে, আর ভিসি ওদিকে আরাম-আয়েশে দিন কাটাচ্ছেন। এটা আমরা মেনে নিতে পারছি না। আমাদের আন্দোলনের অংশ হিসেবে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’

এদিকে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বাসভবন-সংলগ্ন অতিথি ভবন ও টিচার্স ডরমিটরির বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। 

শাবিপ্রবির উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নএর আগে আজ রোববার বিকেল থেকে উপাচার্যের বাসভবন ঘেরাও করে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ঘোষণা দেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া উপাচার্যের বাসভবনের ভেতরে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। 

এ বাসভবন ঘেরাও কর্মসূচি শুরু করার পর শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, এতে তাঁদের বাধ্য করা হচ্ছে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে। আরও বলা হয়, উপাচার্যের বাসভবনে কেবল পুলিশ ছাড়া কেউ ঢুকতে পারবে না। ভবিষ্যতে তাঁরা ভিসির বাসভবনের অন্যান্য জরুরি পরিষেবা বন্ধ করতে বাধ্য হবেন। 

এরই অংশ হিসেবে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত