ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতকে সুরমা নদীর ওপর নবনির্মিত সেতুতে টিকটক ভিডিও ধারণ করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার বাঁশখালা ও নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের দুই কিশোরের মধ্যে মোবাইলে টিকটক ভিডিও ধারণ ও ছবি তোলা নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতির এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুই কিশোরের মধ্যে কথা-কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে জড়িয়ে পড়ে আশপাশের লোকজনও। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় উপস্থিত দর্শনার্থী নারী-পুরুষ ও শিশুদের ছোটাছুটি করতে দেখা গেছে। পরে খবর পেয়ে ছাতক থানারর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামাতে চেষ্টা করে। একপর্যায়ে তারা টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে সংঘর্ষ থামাতে সক্ষম হয়।
এ ঘটনায় গুরুতর আহত সায়মন (১৩), তাহসিন (১৬), তানজিদসহ (১৪) কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত হুশিয়ার আলী (৪০), আবু তালেব (১৫), দেলোয়ার হোসেন (৩৬), রাব্বানী মিয়াসহ (১৮) অন্যরা দোয়ারাবাজার ও ছাতক উপজেলা হাসপাতালে এবং স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাতকের সুরমা নদীর ওপর নবনির্মিত সেতুতে ইতিমধ্যে স্থানীয়রা ঘুরতে নিয়মিত আসেন। ঈদ উপলক্ষে ভিড় আরও বেড়েছে। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনসহ দূর-দূরান্ত থেকে আগতদের ভিড়ে সেতুটি এখন অঘোষিত পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে। এরই মধ্যে সেতুতে উদ্বেগজনক হারে বেড়ছে বখাটেদের আনাগোনা। নাচ, গান, নৃত্য, টিকটক চলছে সেতুতে নিত্যদিন। প্রতিদিনই অভিযোগ উঠছে টিকটকসহ বিভিন্ন নাম নিয়ে গড়ে ওঠা কিশোর গ্যাংয়ের সদস্যরা সেতুতে আগত দর্শকদের বিভিন্নভাবে হয়রানি করছে। টিকটকারদের উৎপাতে অতিষ্ঠ সেতুতে আগত দর্শনার্থী পুরুষ-নারীরা। শিশুরাও এখানে নিরাপদ নয়।
এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ছাতকে সুরমা নদীর ওপর নবনির্মিত সেতুতে টিকটক ভিডিও ধারণ করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার বাঁশখালা ও নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের দুই কিশোরের মধ্যে মোবাইলে টিকটক ভিডিও ধারণ ও ছবি তোলা নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতির এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুই কিশোরের মধ্যে কথা-কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে জড়িয়ে পড়ে আশপাশের লোকজনও। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় উপস্থিত দর্শনার্থী নারী-পুরুষ ও শিশুদের ছোটাছুটি করতে দেখা গেছে। পরে খবর পেয়ে ছাতক থানারর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামাতে চেষ্টা করে। একপর্যায়ে তারা টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে সংঘর্ষ থামাতে সক্ষম হয়।
এ ঘটনায় গুরুতর আহত সায়মন (১৩), তাহসিন (১৬), তানজিদসহ (১৪) কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত হুশিয়ার আলী (৪০), আবু তালেব (১৫), দেলোয়ার হোসেন (৩৬), রাব্বানী মিয়াসহ (১৮) অন্যরা দোয়ারাবাজার ও ছাতক উপজেলা হাসপাতালে এবং স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাতকের সুরমা নদীর ওপর নবনির্মিত সেতুতে ইতিমধ্যে স্থানীয়রা ঘুরতে নিয়মিত আসেন। ঈদ উপলক্ষে ভিড় আরও বেড়েছে। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনসহ দূর-দূরান্ত থেকে আগতদের ভিড়ে সেতুটি এখন অঘোষিত পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে। এরই মধ্যে সেতুতে উদ্বেগজনক হারে বেড়ছে বখাটেদের আনাগোনা। নাচ, গান, নৃত্য, টিকটক চলছে সেতুতে নিত্যদিন। প্রতিদিনই অভিযোগ উঠছে টিকটকসহ বিভিন্ন নাম নিয়ে গড়ে ওঠা কিশোর গ্যাংয়ের সদস্যরা সেতুতে আগত দর্শকদের বিভিন্নভাবে হয়রানি করছে। টিকটকারদের উৎপাতে অতিষ্ঠ সেতুতে আগত দর্শনার্থী পুরুষ-নারীরা। শিশুরাও এখানে নিরাপদ নয়।
এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
১৮ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
২১ মিনিট আগে