Ajker Patrika

সিলেটে দরজা ভেঙে রিকশাচালকের মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ৩৫
সিলেটে দরজা ভেঙে রিকশাচালকের মরদেহ উদ্ধার 

সিলেটে ভেতর থেকে বন্ধ ঘর থেকে আব্দুর রহমান নামের এক রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা দুইটার দিকে নগরের গোয়াবাড়ি করেরপাড়ার রশিদ মোল্লার রিকশার গ্যারেজসংলগ্ন টিনশেড ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহমান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দত্তগ্রামের মৃত সুনিল রায়ের ছেলে। সম্প্রতি তিনি ছোট ভাই উজ্জ্বল রায়সহ ইসলাম ধর্ম গ্রহণ করেন। আগে তাঁর নাম ছিল সুবল রায়। উজ্জ্বল রায়ের বর্তমান নাম ইমাম উদ্দিন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সুদীপ রায় এসব তথ্য নিশ্চিত করেছেন। 

জালালাবাদ থানার উপরিদর্শক (এসআই) পিযুষ কান্তি দাসের বরাত দিয়ে সুদ্বীপ দাস আজকের পত্রিকাকে বলেন, আব্দুর রহমান করেরপাড়ার রশিদ মোল্লার রিকশা গ্যারেজের পাশে একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন এবং রিকশা চালাতেন। তাঁর ছোট ভাই ইমামও রিকশাচালক। আশপাশেই থাকেন। ১৫ ফেব্রুয়ারি তিনি রিকশা চালিয়ে বাসায় এসে রাতে ঘুমিয়ে পড়েন। কিন্তু এরপর থেকে তাঁর ঘরের দরজা বন্ধ ছিল। 

সুদ্বীপ দাস আরও জানান, গতকাল রোববার দুপুরে গ্যারেজের মালিকসহ প্রতিবেশীরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে আব্দুর রহমানের ভাই ইমাম উদ্দিনকে খবর দেন। ইমাম এসে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। এরপর জালালাবাদ থানা-পুলিশ গিয়ে বেলা দুইটার দিকে আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করে। তখন বিছানায় আব্দুর রহমানের মরদেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। এ ছাড়া তাঁর জিহবা দাঁত দিয়া চেপে ধরা অবস্থায় ছিল। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
এ ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

সেজ ভাইয়ের চোখ উপড়ে ফেললেন অপর দুই ভাই, বাবাসহ আসামি ৮

রূপপুর পরমাণু কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত