Ajker Patrika

শিগগির দ্রব্যমূল্য কমে আসবে: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১৪: ৩৮
শিগগির দ্রব্যমূল্য কমে আসবে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বিশ্ববাজারে দ্রব্যমূল্য কমছে। এই ঢেউ আমাদের দেশে আসতে একটু সময় লাগবে। তবে আগামী এক মাসের মধ্যে দ্রব্যমূল্য কমে আসবে।’ আজ শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জ কালীবাড়ি মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাজারদর কমানোর হুকুম দেওয়ার শক্তি আমার নাই। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, শিগগির দ্রব্যমূল্য কমে আসবে। কিছু দুষ্ট লোক মাঝে মাঝে আমাদের দেশের পরিস্থিতি এদিক-সেদিক নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শক্ত হাতে পরিবেশ সুন্দর করে ধরে রেখেছেন।’

সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার জন্য সবার ঐকান্তিক প্রচেষ্টা দরকার বলে মনে করেন মন্ত্রী।

এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ প্রশাসক নুরুল হুদা মুকুট, পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন প্রমুখ। আলোচনা সভার আগে জন্মাষ্টমীর একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত