Ajker Patrika

বাহাত্তরের সংবিধানকে অকার্যকর করেছে আ. লীগ: সিলেটে মির্জা ফখরুল

নিজস্বপ্রতিবেদক, সিলেট
বাহাত্তরের সংবিধানকে অকার্যকর করেছে আ. লীগ: সিলেটে মির্জা ফখরুল

সরকার বাহাত্তরের সংবিধানকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার দুপুরে সিলেটে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘১৯৭২ সালে এদেশের মানুষ যে সংবিধান রচনা করেছিলেন সেটাকে বারবার কাটাছেঁড়া করে অকার্যকর করেছে আওয়ামী লীগ। ১৯৭৫ সালে আওয়ামী লীগ গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তারা রাজনৈতিক দল ও পত্র-পত্রিকা নিষিদ্ধ করেছিল। যখনই তারা সুযোগ পেয়েছে ক্ষমতায় আসার, তখনই তারা সংবিধানকে ধ্বংস করেছে, সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে, সংবাদপত্র নিষিদ্ধ করেছে। শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে। দেশে আজ ভয়াবহ নির্যাতন নিপীড়ন চলছে। আমাদের আন্দোলন শুরু হয়েছে। গত আগস্ট থেকে ১৭ জন নেতা-কর্মী প্রাণ দিয়েছেন। জীবিত সব নেতা-কর্মী মামলার আসামি।’

সিলেট মহানগর বিএনপির আহবায়ক আবদুল কাইয়ুম জালালী পংকির সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম এ জাহিদ, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, এনামুল হক চৌধুরী, সিসিক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী প্রমুখ। 

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সিলেট মহানগরের ২৭টি ওয়ার্ডের ১ হাজার ৯১৭ জন কাউন্সিলর সরাসরি ভোটের মাধ্যমে মহানগর বিএনপির নেতৃত্ব নির্বাচন করবেন। মহানগরের নেতৃত্বে আসতে সম্মেলনে তিন পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এবার সভাপতি পদে লড়ছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বর্তমান আহ্বায়ক কমিটির দুই যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম ও এমদাদ হোসেন চৌধুরী। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সাফেক মাহবুব, সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন,৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাহেদ, মহানগর বিএনপির সাবেক সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত