Ajker Patrika

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু 

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১১: ৪৯
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী জহির মিয়া (২৮) নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সদর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহতের সঙ্গে থাকা অপর প্রকৌশলী মাসুদ রানা (২৪) আহত হন। 

নিহত জহির মিয়া মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি সুনামগঞ্জ জেলার বাসিন্দা। 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাত সোয়া ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়ার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর প্রাইভেট কারে থাকা জহির আহমেদকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মৃণাল কান্তি সিনহা তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় আহত অপর উপসহকারী প্রকৌশলী মাসুদ রানাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

জহিরের সহকর্মীরা বলেন, মাত্র ছয় মাস আগে জহির বিয়ে করেছিলেন। অল্প বয়সে এই মৃত্যু মর্মান্তিক ঘটনা। 

চিকিৎসক ডা. মৃণাল কান্তি সিনহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দেখে মনে হয়েছে প্রকৌশলী জহির ঘটনাস্থলেই মারা গেছেন। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত