Ajker Patrika

চা-পাতা নষ্ট হওয়ার অভিযোগে শ্রমিকদের বিরুদ্ধে বাগান কর্তৃপক্ষের জিডি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১২: ২১
চা-পাতা নষ্ট হওয়ার অভিযোগে শ্রমিকদের বিরুদ্ধে বাগান কর্তৃপক্ষের জিডি

মজুরি বাড়ানোর দাবিতে চা-শ্রমিকদের চলমান কর্মবিরতিতে প্রতিদিন প্রায় ১০ কোটি টাকার চা ও ২ কোটি টাকার রাবারের কষ নষ্ট হচ্ছে। এ অবস্থায় মৌলভীবাজারের পাঁচটি চা-বাগান কর্তৃপক্ষপাতা ও কষ নষ্ট হওয়ার বিষয়টি উল্লেখ করে শ্রীমঙ্গল থানায় জিডি করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম অর রশিদ তালুকদার।

ওসি বলেন, ‘শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট, ডিনস্টন, খেজুরী, আমরইলছড়া ও বালিশিরা চা-বাগানের সহকারী ব্যবস্থাপকেরা শ্রমিক ধর্মঘটের কারণে কাঁচা চা-পাতা নষ্ট হওয়ার অভিযোগ এনে সাধারণ ডায়েরি করেছেন।’

জিডি থেকে জানা যায়, মজুরি বাড়ানোর দাবিতে চলমান শ্রমিক ধর্মঘটের কারণে রাজঘাট চা-বাগানের ১ লাখ ৪৮ হাজার ৭৩৫ কেজি, ডিনস্টন চা কারখানায় ৯৯ হাজার ২৫০ কেজি, বালিশিরা চা কারখানায় ৫০ হাজার ২০৭ কেজি, আমরাইল চা কারখানায় ৫ হাজার ৬৮৩ কেজি কাঁচা চা-পাতা নষ্ট হয়ে গেছে। শ্রমিকেরা ধর্মঘট ডেকে কাজ বন্ধ রাখায় উত্তোলিত চা-পাতা প্রক্রিয়াজাত করা যাচ্ছে না। তাই এই কাঁচা পাতাগুলো কারখানায় থেকে নষ্ট হচ্ছে এবং এতে তাঁদের কোটি টাকার ওপরে ক্ষতি হচ্ছে।

এ বিষয়ে ‘ফিনলে টি’র সিইও এবং বাংলাদেশি চা সংসদের সদস্য তাহসিন আহমদ চৌধুরী জানান, কর্মবিরতির কারণে প্রতিদিন ১২ কোটি টাকার চা ও রাবারের ক্ষতি হচ্ছে। এ বিষয়ে তাদের কোম্পানির পাঁচটি বাগান থেকে ইতিমধ্যে সাধারণ ডায়েরি করা হয়েছে, অন্যগুলো প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত