হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর থেকে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ মিলেছে চুনারুঘাটের কাপাইছড়া চা-বাগানের মাটির নিচে।
পুলিশ গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাগানের ৯ নম্বর টিলায় মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করে। নিহত লিটন মিয়া (৩৮) মাধবপুরের গোয়াছনগর গ্রামের ছায়েদ আলীর ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, লিটন ৩ এপ্রিল জ্বালানি কাঠ সংগ্রহের উদ্দেশ্যে সাতছড়ি বন এলাকায় গিয়ে নিখোঁজ হন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাঁর কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে গতকাল চুনারুঘাট থানায় বিষয়টি জানানো হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলমের নেতৃত্বে পরে এ ব্যাপারে তদন্ত করে প্রমোদ রিকমন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কাপাইছড়া চা-বাগানের বাসিন্দা। প্রমোদ পুলিশের কাছে জানান, তাঁর ১০টি গরু চুরি করার সন্দেহে ৩ এপ্রিল সন্ধ্যায় লিটনকে পাঁচজন মিলে আটক করে মারধর করেন। একপর্যায়ে মাথায় আঘাত লেগে তিনি মারা যান। পরে তাঁরা মরদেহটি মাটিচাপা দেন। প্রমোদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ গতকাল রাতে চা-বাগানের নির্দিষ্ট টিলায় গিয়ে মাটি খুঁড়ে লিটনের লাশ উদ্ধার করে।
মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সালিমুল হক আজকের পত্রিকাকে বলেন, একজনকে আটক করে তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
হবিগঞ্জের মাধবপুর থেকে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ মিলেছে চুনারুঘাটের কাপাইছড়া চা-বাগানের মাটির নিচে।
পুলিশ গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাগানের ৯ নম্বর টিলায় মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করে। নিহত লিটন মিয়া (৩৮) মাধবপুরের গোয়াছনগর গ্রামের ছায়েদ আলীর ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, লিটন ৩ এপ্রিল জ্বালানি কাঠ সংগ্রহের উদ্দেশ্যে সাতছড়ি বন এলাকায় গিয়ে নিখোঁজ হন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাঁর কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে গতকাল চুনারুঘাট থানায় বিষয়টি জানানো হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলমের নেতৃত্বে পরে এ ব্যাপারে তদন্ত করে প্রমোদ রিকমন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কাপাইছড়া চা-বাগানের বাসিন্দা। প্রমোদ পুলিশের কাছে জানান, তাঁর ১০টি গরু চুরি করার সন্দেহে ৩ এপ্রিল সন্ধ্যায় লিটনকে পাঁচজন মিলে আটক করে মারধর করেন। একপর্যায়ে মাথায় আঘাত লেগে তিনি মারা যান। পরে তাঁরা মরদেহটি মাটিচাপা দেন। প্রমোদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ গতকাল রাতে চা-বাগানের নির্দিষ্ট টিলায় গিয়ে মাটি খুঁড়ে লিটনের লাশ উদ্ধার করে।
মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সালিমুল হক আজকের পত্রিকাকে বলেন, একজনকে আটক করে তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২৩ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩১ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে