নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার ওপর দিনে হামলার পর রাতে তাঁর বাসায় অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় নেতা-কর্মীরা বিষয়টিকে পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন। হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে তিমিরপুরে শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন সুজাত। দুপুরে অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় তাঁর ওপর দেশীয় অস্ত্রসহ হামলা চালান স্থানীয় যুবলীগ নেতা জামির হোসেন রানাসহ কয়েকজন যুবক। এ সময় সুজাতের সঙ্গে থাকা নেতা-কর্মীরা তাৎক্ষণিক বাধা দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামিরকে আটক করে। এ ঘটনায় রাতে উপজেলা যুবদলের নেতা শেখ মো. শিপন মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা করেন।
হামলার প্রতিবাদে বিকেলে নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি নতুন বাজার মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ ছাড়া বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়।
এদিকে গতকাল রাত ১১টার দিকে নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের আক্রমপুরে সুজাতের বাসায় অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগে বাসার পেছনের একটি পরিত্যক্ত কক্ষে। এতে কিছু আসবাবের ক্ষতি হয়। সংবাদ পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি রামদা, ছুরিসহ জামির নামের একজনকে আটক করে। এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থল ঘুরে দেখেছি। আগুন কীভাবে লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।’
এ বিষয়ে সাবেক এমপি সুজাত বলেন, ‘গতকাল আমার ওপর হামলা আর রাতে বাসায় আগুন লাগানো হলো। এটি নিঃসন্দেহে ধারাবাহিক ও পরিকল্পিত ষড়যন্ত্র। আমার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে।’
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার ওপর দিনে হামলার পর রাতে তাঁর বাসায় অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় নেতা-কর্মীরা বিষয়টিকে পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন। হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে তিমিরপুরে শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন সুজাত। দুপুরে অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় তাঁর ওপর দেশীয় অস্ত্রসহ হামলা চালান স্থানীয় যুবলীগ নেতা জামির হোসেন রানাসহ কয়েকজন যুবক। এ সময় সুজাতের সঙ্গে থাকা নেতা-কর্মীরা তাৎক্ষণিক বাধা দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামিরকে আটক করে। এ ঘটনায় রাতে উপজেলা যুবদলের নেতা শেখ মো. শিপন মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা করেন।
হামলার প্রতিবাদে বিকেলে নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি নতুন বাজার মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ ছাড়া বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়।
এদিকে গতকাল রাত ১১টার দিকে নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের আক্রমপুরে সুজাতের বাসায় অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগে বাসার পেছনের একটি পরিত্যক্ত কক্ষে। এতে কিছু আসবাবের ক্ষতি হয়। সংবাদ পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি রামদা, ছুরিসহ জামির নামের একজনকে আটক করে। এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থল ঘুরে দেখেছি। আগুন কীভাবে লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।’
এ বিষয়ে সাবেক এমপি সুজাত বলেন, ‘গতকাল আমার ওপর হামলা আর রাতে বাসায় আগুন লাগানো হলো। এটি নিঃসন্দেহে ধারাবাহিক ও পরিকল্পিত ষড়যন্ত্র। আমার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে।’
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
৮ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
১২ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
১ ঘণ্টা আগে